এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ জুন : দুই বিধায়কের শপথবাক্য পাঠ করানো নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Anand Bose) সঙ্গে সংঘাতে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ বরানগর ও ভগবানগোলা থেকে জিতে আসা তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন রাজভবনে গিয়ে শপথ না নেওয়ার জন্য গোঁ ধরে আছেন । পরিস্থিতিতে রাজভবনের তরফে চিঠি দিয়ে তাঁদের সাফ জানানো হয় যে আজ বুধবার রাজভবনেই এসেই শপথ নিতে হবে। তবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বা রায়াত হোসেন সরকার দু’জনের কেউই রাজভবনে যাচ্ছেন না বলে সূত্রের খবর । বিধানসভায় শপথ নিতে নাছোড় দুই তৃণমূল বিধায়ক স্পিকারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে রাজভবনরে চিঠি দিয়ে জানিয়েছেন রাজ্যপালকে বিধানসভায় এসে শপথ পাঠ করাতে হবে । এজন্য তারা আজ দুপুর ১২ টে থেকে বিকেল ৪ টে পর্যন্ত বিধানসভায় অপেক্ষা করবেন । এখন রাজ্য- রাজ্যপালের মধ্যে শপথ পাঠ সংঘাত কোন দিকে মোড় নেয় সেটাই লক্ষ্যনীয় ।
প্রসঙ্গত,লোকসভা নির্বাচনের সময় বরানগর ও ভগবানগোলা বিধানসভার উপনির্বাচন হয় । একই দিনে ফল ঘোষণা হয় । কিন্তু ফলাফল ঘোষণার পর সপ্তাহ তিনেক কেটে গেলেও দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে টানাপোড়েন আজও অব্যাহত রয়েছে ৷।