প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৫ অক্টোবর : সভামঞ্চ থেকে মিথ্যা অপবাদ দেওয়া নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল বিধায়ক । পূর্ব বর্ধমানের কালনার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র দেবপ্রসাদ বাগ বৃহস্পতিবার ওই নোটিশ প্রেরণ করেন। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জবাব দেওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।দেবপ্রসাদবাবু এদিন হুঁশিয়ারি দেন,’তাঁর নামে যে অপবাদ সুকান্ত মজুমদার দিয়েছেন তার প্রমাণ তাকে দিতে হবে। প্রমাণ দিতে না পারলে সুকান্ত মজুমদারকে কালনা আদালতে টেনে আনবেন ।’ আর তা নিয়ে জেলার বিজেপি নেতার বলেন,এসব ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছু নয় ।
বিজেপি নেতারা প্রতিনিয়ত দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও যে তার ব্যতিক্রম নয় ,সেটা কয়েকদিন আগে কাটোয়ার পানুহাটে হওয়া বিজেপির জনসভা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। ওই জনসভা থেকে সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্বোচ্চার হন । এমনকি ইডি, সিবিআইকে দিয়ে ওইসব নেতাদের বিরুদ্ধে
ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারিও দেন । পাশাপাশি ওইদিন তিনি কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগকেও নিশানা করেন। সুকান্ত মজুমদার ওই প্রকাশ্য জনসভা থেকে বলেন,’কালনা পুরসভায় পুরপ্রধান থাকাকালে দেবপ্রসাদ কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন ।’
বিজেপির রাজ্য সভাপতি এই বক্তব্য শুনেই দেবপ্রসাদ বাগ চটে লাল হয়ে যান। । এদিন দেবপ্রসাদ বাবু বলেন,’উনি (সুকান্ত মজুমদার) উনি
আমার স্থাবর,অস্থাবর সম্পত্তির ২০ কোটি টাকার হদিশ দিন।এটা যদি উনি দিতে পারেন তাহলে আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব।’ বিজেপির রাজ্য সভাপতি মিথ্যা অপবাদ দিয়ে তার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন । এমনকি কালনা পুরসভার এক তৃণমূল কাউন্সিলরের স্বামীর অস্বাভাবিক মৃত্যুতে আমার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেবপ্রসাদ বাবু এদিন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন,’সুকান্ত জমুমদার আমার বিরুদ্ধে যেসব কথা বলেছেন তার প্রমাণ উনাকে দিতে হবে । তারজন্য এদিন ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়েছি। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে প্রমাণ সহ উত্তর দিতে না পারলে মামলা করে সুকান্ত মজুমদার কে কালনা আদালতে টেনে আনবো ।’।