এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৩ আগস্ট : মাস দুয়েক আগে ১.৩৫ কোটি টাকা খরচ করে বাঁধ নির্মান করা হয়েছিল মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনীর দক্ষিণ চন্ডীপুর এলাকার গঙ্গার ফুলহরে । আজ বুধবার ভোরে সেই বাঁধের বিরাট অংশ ধসে গিয়ে প্লাবিত হয়ে গেছে দক্ষিণ চন্ডীপুরের বিভিন্ন নিচু এলাকা । পাশাপাশি জল ঢুকছে ভূতনীর উত্তর চন্ডীপুর এবং হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ৷ এদিকে ভাঙা বাঁধ পরিদর্শনে গিয়ে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র ২ বিরোধী দলের ঘাড়েই দোষ চাপিয়ে দিয়েছেন । তিনি বলেছেন,’আমি নাম করব না, কিন্তু এর পিছনে দুই বিরোধী দলের ষড়যন্ত্র থাকতে পারে ৷’ অর্থাৎ তিনি বিজেপি ও সিপিএমের ঘাড়ে দোষ চাপিয়েছেন । পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের দুষেছেন । বিধায়কের কথায়,’গতকাল বিকেলে যখন বাঁধ থেকে জল চুঁয়ে পড়ছিল তখন স্থানীয়রা খবর দিলে কিছু করা যেত ।’
এদিকে বিধায়কের এহেন মন্তব্যে ভূতনীবাসীর একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । তারা গোটা ঘটনার সঠিক তদন্ত দাবী করেন। তদন্তের পক্ষে সায় দেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রও। এদিকে আজ ভোর থেকে প্রবল বেগে নদীর জল ঢোকায় বাঁধের ভাঙা অংশ আরও বিস্তৃত হচ্ছে । সেই সঙ্গে মানিকচকের ভুতনির বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে । ঘরবাড়ি ছেড়ে প্রায় কয়েকশো পরিবার ভূতনির কেশরপুর কলোনির নতুন বাঁধে ত্রিপাল এর তলায় আশ্রয় নিয়েছে । তবে তাদের শৌচাগার, পানীয় জল ও খাদ্যের সমস্যার মুখে পড়তে হচ্ছে ।বিধায়ক সাবিত্রী মিত্র জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে মেসেজ করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জানাবেন বলে জানিয়েছেন ।
বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, তৃণমূল সরকারের আমলে জলে জনতা। মালদার মানিকচকের ভূতনিতে ভেঙে গেল ফুলহার নদীর বাঁধ। কয়েকমাস আগে ১ কোটি ৩৫ লক্ষ টাকা খরচ করে বাঁধ দিয়েছিল সেচ দফতর। সব তলিয়ে গেল একনিমেষে। ভূতনি, সামশেরগঞ্জ, ঘাটাল, সুন্দরবন-সহ পশ্চিমবঙ্গের এমন বন্যাপ্রবণ এলাকাগুলিতে বর্ষা আসার সময়ে অস্থায়ী বাঁধ তৈরি করা হয়। তাও বাঁশ আর বালির বস্তা দিয়ে। দীর্ঘমেয়াদি কোনও পরিকল্পনা রাজ্য সরকারের নেই। আসলে রাজ্য সরকার এমনভাবেই পরিকল্পনা করছে যাতে কাজের নামে পুরো টাকাটাই পকেটে যায়। আগে কাটমানির পরিমাণ ছিল ৬০-৪০, আর এখন ৮০-২০। সামনেই ভোট, কোটি কোটি টাকা দিয়ে বাঁধ তৈরির কাজ দেখিয়ে টাকা পকেটে ভরছেন নেতারা। রাজ্যে খুঁজলে এমন অনেক ঘটনা পাওয়া যাবে।’।