এইদিন ওয়েবডেস্ক,মোথাবাড়ি(মালদা), ৩০ মার্চ : মালদার মোথাবাড়িতে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ৷ আর তা দেখিয়ে আজ রবিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে অনেক আগেই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় । কিন্তু তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন ১৪৪ ধারার মধ্যেই মোথাবাড়িতে দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি । বিশাল ব্যারিকেডের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে থাকার বেশ কয়েকটা ছবি সুকান্ত মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন,’মালদহের মোথাবাড়িতে জেহাদীদের দ্বারা আক্রান্ত এবং নির্যাতিতদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় দলদাস পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দেয়। নির্লজ্জ পুলিশ প্রশাসনকে জানাই ধিক্কার।’
ব্যারিকেডের সামনে ধর্ণায় বসে সাংবাদিকদের সুকান্ত মজুমদার বলেন,’আমরা জানতে পেরেছি যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা মোথাবাড়িতে অবাধে ঘুরে বেড়াচ্ছে । আর বিজেপির নেতারা গেলেই পুলিশের যত সমস্যা। বৃহস্পতিবার রাতে যখন ঘটনা ঘটে তখন ধামাচাপা দেওয়ার জন্য চারজন বিধায়ক থানায় বসেছিল । আপনি ১৪৪ ধারা নাকি ১৬৩ ধারা কী লাগাবেন লাগান। কিন্তু, বিধায়ক সাবিনা ইয়াসমিন চার পাঁচটা গাড়ি নিয়ে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাঁর জন্য ১৪৪ ধারা নেই কেন ?’তিনি বলেন,’আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। আমরা তো তৃণমূল কংগ্রেস নই যে গুন্ডামি করব। আমাদের দলের কর্মীরা, হিন্দু সমাজের লোকজন সবাই তৃণমূলের পুলিশের বিরুদ্ধে লড়াই করবে।’

সুকান্ত দাবি করেন, তাঁর কাছে খবর আছে যে তৃণমূল কংগ্রেসের মালদা জেলার হিন্দু নেতারাও মানছেন যে এই হিংসা পূর্বপরিকল্পিত। মোথাবাড়ির গোটা ঘটনাই পুলিশের ইন্টালিজেন্স ব্যর্থতা বলে মনে করছেন সুকান্ত। ব্যারিকেডের সামনে তিনি শ্লোগান তোলেন, ‘জিহাদি পুলিশের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’,’পুলিশ তোমায় জানাই ধিক ধিক ধিক্কার’, ‘হিন্দুদের উপর অত্যাচারকারী পুলিশ তোমায় জানাই ধিক ধিক ধিক্কার’ প্রভৃতি । জানা গেছে,মোথাবাড়ির হিংসার ঘটনায় পুলিশ মোট প ১৯টি মামলা রুজু করেছে এবং শনিবার রাত অব্দি ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে । এদিন ব্যারিকেডের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা ।।