এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৭ জুন : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংবাদমাধ্যমের কর্মীদের ‘দু পয়সার সাংবাদিক’ বলে কটুক্তি করেছিলেন। তানিয়ে কম বিতর্ক হয়নি। এবার ফের প্রকাশ্য মঞ্চে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক। পর বিধায়ক খোকন দাস। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নব-নির্বাচিত বিধায়ক খোকন দাস সাংবাদিকদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করলেন ।যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিজেপির সমালোচনা করতে করতে খোকন দাস সাংবাদিকদের প্রতি অশ্লীল মন্তব্য করলেন । রবিবার বর্ধমানে এক কর্মসূচিতে তার বক্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।
এদিন বর্ধমান পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লকডাউনে বিপদে পড়া মানুষের জন্য খাদ্যসামগ্রী বিলির এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে খোকন দাস বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বলেন “এবারেও আমরা সবচেয়ে বেশি ভোট পেয়ে ক্ষমতায় এসেছি। আর একটা রাজনৈতিক দল সাংবাদিকদের মাধ্যমে টাকা দিয়ে , পয়সা ছড়িয়ে, মদের বোতল দিয়ে ভেবেছিল ক্ষমতা দখল করবে।এভাবে ক্ষমতা দখল করা যায়না। কারণ বাংলার নেত্রী সব মানুষের মনে রয়েছেন।” বস্তুত বিজেপির সমালোচনা করতে গিয়ে খোকন দাস সাংবাদিক পেশার সঙ্গে যুক্ত মানুষদের অবমাননা করেন। তার জেরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাংবাদিক মহলে। নিন্দা করেছেন বুদ্ধিজীবী মহলও।
পাশাপাশি তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির বর্ধমান (সদর) জেলা কমিটির সহ- সভাপতি প্রবাল রায় বলেন ;একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি যে কথা বলেছেন আমি তার তীব্র নিন্দা করছি। সাংবাদিকদের আমরা গণতন্ত্রের একটা স্তম্ভ বলে মনে করি।আমরা তাদের টাকা বা মদের বোতল দিয়ে কেনবার কথা ভাবতেও পারিনা। বরং বিধায়ক হবার জন্য তারা যে পথ নিয়েছিলেন সেটা ওরাই বলতে পারবেন।'”
অপছন্দ হলেই অতীতেও রাজনীতিকরা সাংবাদিকদের নিন্দামন্দ করেছেন। গত বছর সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের ‘ দু পয়সার ‘ বলে দেগে দিয়েছিলেন। রাজ্যজুড়ে সেই মন্তব্যের প্রতিবাদে ঝড় ওঠে।এবারে বর্ধমান দক্ষিণের বিধায়কের মন্তব্য সেই স্মৃতিকে উস্কে দিল ।।