এইদিন ওয়েবডেস্ক,কান্দি(,মুর্শিদাবাদ),১৭ এপ্রিল : প্রায় ৭২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের ‘মিডলম্যান’ বলে পরিচিত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jiban Krishna Saha) গ্রেফতার করল সিবিআই । আজ সোমবার ভোর পাঁচটা পনেরো নাগাদ বড়ঞার আন্দি গ্রামের বাসভবন থেকে বিধায়ককে গ্রেফতারের পর তার মেডিকেল পরীক্ষা করিয়ে সোজা কলকাতার নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।
শুক্রবার মূর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই । বিধায়কের বাড়িতে তল্লাশির পাশাপাশি চলে ম্যারাথন জেরা ।
অভিযোগ, সিবিআই তল্লাশি চলাকালীনই নিজের দু’টি মোবাইল ফোন বাড়ির পাশে একটি পুকুরে ফেলে দিয়েছিলেন বিধায়ক । যদিও সেই দুটি মোবাইল উদ্ধারের জন্য এখনো সিবিআইয়ের একটি দল জীবনকৃষ্ণ সাহার বাড়িতে রয়ে গেছে । তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ উঠছে । সিবিআই সূত্রের খবর,তল্লাশি অভিযানে জীবনকৃষ্ণর বাড়ি থেকে প্রায় দু’বস্তা নথি উদ্ধার হয়েছে। ওই সমস্ত নথিতে প্রায় ৩,৪০০ প্রার্থীর তথ্য রয়েছে জানা গেছে । ফলে শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের এই বিধায়কের কোনো পরিত্রাণের কোনো উপায়ই নেই বলে মনে করছেন অভিজ্ঞ মহল । এদিকে খবর, সিবিআইয়ের ম্যারাথন জেরায় ভেঙে পড়েন জীবনকৃষ্ণ সাহা । তবে তিনি তদন্তকারী দলের কাছে কিছু কবুল করেছেন কিনা তা এখনো সিবিআইয়ের তরফ থেকে কিছু জানানো হয়নি ।।