এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১০ ডিসেম্বর : হিন্দুদের পাঁচ শতাধিক বছরের স্বপ্নপূরণ হয়েছে মাত্র বছর খানেক আগে । রামলালার জন্মস্থল দখল করে মুঘল হানাদার বাবরের নামে নির্মিত বাবরি মসজিদের জায়গায় নির্মিত হয়েছে রামমন্দির । ভারতসহ বিশ্বের আপামর হিন্দুরা খুশি হলেও মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক বাবরি মসজিদের শোক কিছুতেই ভুলতে পারেনি । এখন তিনি ঘোষণা করেছেন যে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় একটি নতুন বাবরি মসজিদ নির্মান করবেন । মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় এই নতুন বাবরি মসজিদ নির্মিত হবে বলে তিনি জানান । হুমায়ুন কবির জানান, ২০২৫ সালের ৬ ডিসেম্বরের মধ্যে মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। হুমায়ূন দাবি করেন, এ জন্য দুই একর জমিতে একটি ট্রাস্ট গঠন করা হবে, যাতে মাদ্রাসার সভাপতি ও সচিব থাকবেন। কবির আরও বলেন, মসজিদ নির্মাণে অর্থের কোনো অভাব হবে না, তিনি নিজেই এক কোটি টাকা দেবেন।
এই নতুন মসজিদ নির্মানের বিষয়ে তার সাফাই হল, বাংলার মুসলিম সম্প্রদায়ের চেতনা এবং তাদের মাথা উঁচু করে বাঁচার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতেই তিনি এই উদ্যোগ নিচ্ছেন । অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা এখনও দেশের সংখ্যালঘু মুসলিমদের ভাবাবেগে আঘাত দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাম মন্দির তৈরি হয়ে গেলেও অযোধ্যা বা অন্য কোথাও মসজিদ তৈরি নিয়ে কোনও পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। তাই তিনি উদ্যোগ নিয়ে বাংলার মাটিতে এই মসজিদ তৈরি করতে চান। তিনি বলেন, নতুন মসজিদটি দেশকে একটি বার্তা দেবে যে বাবরি কাঠামো ধ্বংসের পরেও তাদের সংস্কৃতি ও পরিচয় অটুট রয়েছে।
হুমায়ুন কবির এর আগেও তার বিতর্কিত বক্তব্যের জন্য সংবাদে ছিলেন। লোকসভা নির্বাচনের প্রচারের সময় তিনি বলেছিলে ওরা মাত্র ৩০ শতাংশ আর আমরা ৭০ শতাংশ । ২ ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে ওদের গঙ্গায় নিক্ষেপ করে দেবেন । বিজেপি সমর্থকদের বিরুদ্ধে হিংসাত্মক মন্তব্য করেছিলেন। তাঁর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। যদিও এই প্রকার সাম্প্রদায়িক মন্তব্যের পরেও মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে তেমন কোনো কঠোর পদক্ষেপ নেননি ।।