এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১৯ এপ্রিল : টানা বেশ কয়েক সপ্তাহ ধরে রাজ্যে তাপপ্রবাহ চলছে । কালবৈশাখীর দেখা নেই । দক্ষিণ বঙ্গের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই করছে । তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের । অনেকে অসুস্থও হয়ে পড়ছে । এই প্রাণান্তকর অবস্থার মধ্যে ঈদের উপহার স্বরূপ কম্বল বিতরণ করে বিতর্কে জড়ালেন নদিয়ার করিমপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক বিমলেন্দু সিংহ রায় । যদিও মুখের ঘাম মুছতে মুছতে সেই উপহার নিলেন এলাকার বেশ কিছু মানুষ । তবে কম্বল নিতে আসা মানুষ মুখ না খুললেও এনিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন করিমপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক । এখন প্রশংসার বদলে বিধায়কের কপালে জুটছে উপহাস ও বিদ্রুপ ।
যদিও নিজের ভূল স্বীকার করতে নারাজ বিমলেন্দু সিংহ রায় । তাঁর সাফাই, ‘ঈদ উপলক্ষে গত শনিবার বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ করছি। ধুতি-কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুত ছিল। যদি সাধারণ মানুষের কাজে লাগে সেই চিন্তা করেই সেগুলো দিয়েছিলাম ।’ তার বক্তব্য, এখন কাজে না লাগলেও পরবর্তীতে তো সেই কম্বল কাজে লাগবে । সেই কথা ভেবেই দেওয়া হয়েছে কম্বলগুলো ।’
তবে স্থানীয়রা বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ না খুললেও এনিয়ে কানাঘুষো শুরু হয়ে গেছে এলাকায় । অনেকেই বিধায়কের বোধবুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন । অভিযোগ উঠছে, তীব্র দাবদাহের কারনে বিধায়কের বিমলেন্দু সিংহ রায়ের নির্বাচনী এলাকার একাংশে পরিশ্রুত পানীয় জলের অভাব রয়েছে । পানীয় জল সংগ্রহ করতে হিমসিম খেতে হচ্ছে বহু পরিবারকে । এই পরিস্থিতিতে কম্বল বিতরণ করাকে অনেকে প্রহসন বলে মন্তব্য করেছেন । যদিও বিমলেন্দুবাবু বলেছেন, আমি বাচ্চাদের জামা, প্যান্ট এবং বড়দের লুঙ্গিও বিতরণ করেছি । কিন্তু শুধু কম্বলের কথাই বলা হচ্ছে । একটা ছোট্ট বিষয় নিয়ে অকারন বিতর্কের সৃষ্টি করা হচ্ছে ।।