এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৮ ফেব্রুয়ারী : বিজেপিকে ‘ঠ্যাং খুলে নেওয়ার’ ও ‘বুলডোজার দিয়ে পিষে দেওয়ার’ হুমকি দিল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের এক তৃণমূল নেতা । শুধু তাইই নয়, বিজেপিকে ভোটের ময়দানে নামতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি । এদিকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে তৃণমূল নেতার এহেন হুমকিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । এক সময়ে রাজনৈতিক ভাবে অশান্ত মঙ্গলকোটে ফের হিংসার পরিবেশ ফিরে না আসে,এই আশঙ্কায় আতঙ্কিত মানুষ । অন্যদিকে ওই তৃণমূল নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি নেতৃত্ব জানিয়েছে,বিজেপিকে বুলডোজার দিয়ে পিষতে হবেনা, বরঞ্চ মানুষই তৃণমূল নেতাদের ভুত ছাড়িয়ে দেবে ।
জানা গেছে,আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলের পুইনী গ্রামে মিছিলের আয়োজন করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । পুইনি গ্রামের তৃণমূল নেতা বংশধর প্রামানিকের নেতৃত্বে ওই মিছিলটি হয় । মিছিল চলাকালীন গ্রামের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে বক্তব্য রাখছিলেন বংশধরবাবু । আর তখনই তিনি বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে চলি । তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই । সেই কারনে আমরা গত বিধানসভা ভোটের পর সাদরে বলেছিলাম তোমরা বাড়িতে থাকো, আমাদের উন্নয়নে সামিল হও । কিন্তু তোমরা উন্নয়নে সামিল হচ্ছ না । আমরা যদি ইচ্ছা করি তোমরা ভোটের ময়দান পর্যন্ত পৌঁছতে পারবে না । কারন চারটে পাচটা লোক নিয়ে পার্টি করা যায় না । সংগঠন করতে হয়,মানুষের পাশে থাকতে হয় ।’
তিনি বিজেপিকে হুমকি দিয়ে বলেন,’তোমার একটা ভালো কাজ আমরা দেখিতে পাইনা । আজ আমি সবার সামনে বলে যাচ্ছে, তুমি সংযত হও,তুমি যদি সংযত না হও তাহলে আমরা তোমার উপরে এমন উন্নয়ন দেখাবো যে সেই উন্নয়ন দেখে তুমি আঁৎকে উঠবে । তোমাদের আর একবার সতর্ক করে যাচ্ছি, হয় ভালো ভাবে থাকো,উন্নয়নে সামিল হও, আমাদের ভুলত্রুটি থাকলে আমাদের বলো । কিন্তু যদি আমাদের উন্নয়নে বাধা দেবার চেষ্টা করো তাহলে উত্তরপ্রদেশের কি বুলডোজার দেখেছ, আমাদের বুলডোজার এবার অন্যরকম ভাবে চলবে । তখন তোমায় বুলডোজারের চাকায় পিষে দেবো ।’
এরপর তিনি বলেন,’তোমাদের কেন্দ্র সরকার মানুষের জন্য কি করেছে সেটা আমরা জানতে চাই । সদ উত্তর দেওয়ার ক্ষমতা তোমার নেই । মানুষের অন্ন কেড়ে দলবাজি করবে,সেটা আমরা মেনে নেব না । গরীব মানুষদের ছেলেদের নিয়ে তুমি খেলা করবে সেটা আমরা মেনে নেব না । প্রয়োজন হলে তোমার ঠ্যাং খুলে নেব ।’
তৃণমূল নেতার বক্তব্য শুনুন 👇
এদিকে মঙ্গলকোটের ওই তৃণমূল নেতার এই প্রকার হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির পূর্ব বর্ধমান জেলা ইনচার্জ কৃষ্ণ ঘোষ । তিনি “এইদিন”কে ফোনে বলেছেন,’বংশীবাবুদের কাটমানি খাওয়ার বাধা হয়ে দাঁড়ানোর কারনে বিজেপির উপর বুলডোজার চালাবেন বলছেন । যখনই তৃণমূলের পেটে লাথি মারছে তখনই ওরা এমন ধমকি দিচ্ছেন । উনি উন্নয়নের জন্য নয়, বরঞ্চ কাটমানি খাওয়ার বাধা হওয়ায় ধমকি দিচ্ছেন ।’ তিনি বলেন,’মানুষ বামফ্রন্টের ৩৪ বছর এবং কংগ্রেসের ২৫ বছর রাজত্বকালের অবসান ঘটিয়েছে । মানুষকে খ্যাপালে ভুত দেখিয়ে ছাড়বে । তাই বংশীবাবু নিজেই ভুত দেখবেন, বিজেপির উপর বুলডোজার চালাতে হবে না তাকে ।’ তৃণমূল নেতার এই হুমকির বিষয়টি প্রশাসনের নজরে আনার জন্য স্থানীয় দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন কৃষ্ণবাবু ।
প্রসঙ্গত,বামফ্রন্টের রাজত্বকালে চরম অশান্ত ছিল মঙ্গলকোট এলাকা । তৎকালীন সিপিএম নেতা ডাবলু আনসারি গোটা ব্লক জুড়ে কার্যত ত্রাসের সৃষ্টি করেছিল বলে অভিযোগ । বোমাবাজি,গোলাগুলি নিত্যনৈমত্তিক ঘটনা ছিল মঙ্গলকোটে । ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর ডাবলুর ত্রাস বন্ধ হয় । বর্তমানে গোটা মঙ্গলকোট জুড়ে তৃণমূল কংগ্রেসের একছত্র আধিপত্য । ইতিপূর্বে বিভিন্ন নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে মঙ্গলকোটে সন্ত্রাসের অভিযোগ উঠেছিল । বিগত পঞ্চায়েত নির্বাচনে বহু বুথে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন পর্যন্ত জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ । আসন্ন নির্বাচনে বিরোধীদের ভোটের ময়দানে নামতে না দেওয়ার ওই তৃণমূল নেতার হুমকিতে ফের সিঁদূরে মেঘ দেখতে বিজেপি সহ বিরোধী দলগুলি ।।