এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৫ জুন : দলীয় কার্যালয়ে বসে জুয়া খেলার ভিডিও ভাইরালের পর ফের এক তৃণমূল কংগ্রেস নেতার ছবি ভাইরাল ঘিরে তোলপাড় শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট এলাকায় । ছবিতে গেঞ্জি ও প্যান্ট পরা ব্যক্তিকে হাসি মুখে বসে থাকতে দেখা গেছে । ওই ব্যক্তির সামনে রাখা রয়েছে দুটি মদের বোতল । জানা গেছে,ওই ব্যক্তির নাম মিহির ঘোষ । তিনি মঙ্গলকোট অঞ্চল তৃণমূল সভাপতি । দাবি করা হচ্ছে এলাকার দলীয় কার্যালয়ের ভিতরে বসেই মদ্যপান করছেন মিহিরবাবু । যা ঘিরে তুমুল শোড়গোল পড়ে গেছে এলাকায় । যদিও সোমবার মিহিরবাবু ‘এইদিন’কে জানিয়েছেন, পিকনিকে গিয়ে হয়তো কখনো সখনো তিনি মদ্যপান করে থাকতে পারেন । কিন্তু ঘরের ভিতরে বসে কখনো তিনি এই কাজ করেননি । দলীয় কার্যালয়ে মদ্যপানের অভিযোগ তিনি অস্বীকার করেছেন ।
এর আগে মঙ্গলকোটের পালিগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মজনু ওরফে বুলেটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল । সেই ভিডিওটি ছিল জুয়ার আসরের । তখন দাবি করা হয়েছিল দলীয় কার্যালয়ের ভিতরেই জুয়ার ঠেক বসিয়েছিলেন শেখ মজনু । বিষয়টি নিয়ে জেলা জুড়ে তোলপাড় শুরু হলে শেখ মজনুকে দলের সমস্ত পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয় । এমনকি দলীয় কার্যালয়ে ঢোকার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয় ।
সেই ঘটনার জের মিটতে না মিটতেই দলীয় কার্যালয়ে বসে মঙ্গলকোট অঞ্চল তৃণমূল সভাপতি মিহির ঘোষের মদ্যপানের ছবি ভাইরালের ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েছে শাসক দল । যদিও এনিয়ে প্রতিক্রিয়া জানার জন্য মঙ্গলকোটের বিধায়ককে ফোন করা হলে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ।
বিজেপির রাজ্য কৃষান মোর্চার সদস্য তথা কেতুগ্রাম বিধানসভার ইনচার্জ মঙ্গলকোটের কৈচরের বাসিন্দা রানাপ্রতাপ গোস্বামী বলেন,’যে কোনো রাজনৈতিক দলের কর্মীর কাছে তাদের কার্যালয় মন্দিরের সমান । কিন্তু তৃণমূল নেতারা কাটমানি খেতে খেতে এতটাই উশৃংখল হয়ে পড়েছে যে মন্দির রূপ কার্যালয়ও তাদের কাছে মদের ঠেক হয়ে গেছে ।’।