এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম মেদিনীপুর,০৯ মার্চ : বিজেপি ছেড়ে দেওয়ার মুচলেকা আদায়ের নামে একজন বিজেপি নেত্রীকে দলীয় কার্যালয়ে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে । এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল ১০ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার তেঁতুলমুড়ি এলাকায় । নির্যাতিতাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এনিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার স্বামী ।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এতদিন তৃণমূলের নেতাদের চুরি, ডাকাতি, কাটমানি নিতে দেখেছেন। এখন তৃণমূলের নেতারা তাদের দলীয় কার্যালয়ে মহিলাদের ডেকে এনে ধর্ষণ করছে।’ ঘটনার বিবরণ দিয়ে তিনি লিখেছেন,’নারায়ণগড় বিধানসভার তেঁতুলমুড়ি এলাকায় আজ সকাল ১০ টা নাগাদ মক্রামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং ১নং অঞ্চলের সভাপতি তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত শীট ও তৃণমূলের স্থানীয় নেতা শক্তি ভুইঞ্যাঁ ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সক্রিয় মহিলা মোর্চার এক সদস্যা-কে স্থানীয় তৃণমূল কার্যালয়ে তিনি ‘বিজেপি করেন না’ এমন একটি মুচলেকা লেখার বাহানায় ডেকে নিয়ে এসে ধর্ষণ করেন। পরবর্তীতে ঐ মহিলা সেখানেই অচৈতন্য হয়ে পড়েন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মক্রামপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে ওনাকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বর্তমানে ঐ প্রাক্তন বিজেপি নেত্রী মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।’
বিরোধী দলনেতা লিখেছেন,’শুধুমাত্র বিজেপি করার অপরাধে ঐ প্রাক্তন বিজেপি নেত্রী ও তার পরিবার দীর্ঘদিন ধরে শাসক দলের নেতা কর্মীদের অত্যাচারের শিকার হচ্ছিলেন। তাদের ব্যবসা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত বিজেপি করার অপরাধে রাজ্যের বহু কার্যকর্তা ঘরছাড়া হয়েছেন, খুন হয়েছেন, মাতৃশক্তিরা ধর্ষণের শিকার হয়েছেন। মমতা ব্যানার্জী ও তার দলের অত্যাচার সিপিএমের সময়ের অত্যাচারকেও ছাপিয়ে গিয়েছে। পুলিশ প্রশাসন ও এখন পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে । আমরা প্রশাসনের কাছে দুই অভিযুক্ত নেতার গ্রেফতারি ও তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। না হলে বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হবো।’
জানা গেছে,নির্যাতিতার স্বামীর একটি ওষুধের দোকান রয়েছে। তাঁর স্ত্রী আগে বিজেপি করতেন। আর এই অপরাধের জন্য তৃণমূল তার ওষুধের দোকানটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল । উপার্জনের একমাত্র মাধ্যমটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় মহিলা ভয়ে পার্টির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন । এরপর আজ বিজেপি না করার মুচলেকা আদায়ের নাম করে তৃণমূল পার্টি অফিসে ডেকে এনে তৃণমূলের অঞ্চল সভাপতি তাঁর ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ । এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি । ঘটনার প্রতিবাদে রবিবার জেলা পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা।।