এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৪ আগস্ট : বাঁকুড়া জেলার পাত্রসায়েরে পঞ্চায়েত সমিতির তৃণমূলের এক কর্ম্যাধ্যক্ষকে রাস্তায় ফেলে বেদম পেটানোর অভিযোগ উঠল তাঁরই দলের অপর গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে । গরু পাচার মামলা ও এসএসসি নিয়োগ দূর্নীতি কান্ডে নাজেহাল অবস্থার মাঝেই এহেন গোষ্ঠীদ্বন্দের জেরে ব্যাপক অস্বস্তিতে পড়ে গেছে শাসকদল নেতৃত্ব । জানা গেছে,বাঁকুড়ার পাত্রসায়েরে তৃনমূল ব্লক সভাপতি দিলীপ ব্যানার্জী গোষ্ঠীর সঙ্গে তৃনমূল যুব সভাপতি সুব্রত দত্তর গোষ্ঠীর মধ্যে দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলছে । আক্রান্ত হয়েছেন সুব্রত দত্তর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ সুব্রত কর্মকার ।
স্থানীয় সুত্রে খবর,বৃহস্পতিবার সকালে বাইকে চড়ে পাত্রসায়ের বাজারে গিয়েছিলেন সুব্রত কর্মকার । সেই সময় দিলীপ ব্যানার্জী গোষ্ঠীর লোকজন তাঁর উপর চড়াও হয় । তারা দিলীপ ব্যানার্জীর ঘনিষ্ঠ শেখ মনিরুলের উপস্থিতিতে সুব্রতবাবুকে রাস্তায় ফেলে বেদম মারধর করে বলে অভিযোগ । এরপর আহত সুব্রত কর্মকারকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সুব্রতবাবুর অভিযোগ, তাঁকে এদিন ব্লক সভাপতি গোষ্ঠীর লোকজনই মারধর করেছে । যদিও ব্লক সভাপতি দিলীপ ব্যানার্জী এই অভিযোগ অস্বীকার করেছেন । তাঁর দাবি,ব্যাক্তিগত ইর্ষার কারনে তাঁকে কালীমালিপ্ত করা হচ্ছে । তৃনমূলের বিষ্ণুপুর জেলা সভাপতি আলোক মুখোপাধ্যায় বলেন,’ঘটনার কথা শুনেছি । পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে ।’ স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘড়ামির কথায়,’কাটমানির ভাগ নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে ।’।