এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ ডিসেম্বর : রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ‘ভাষা সন্ত্রাস’ অব্যাহত । বিগত উপনির্বাচনের প্রচারের সময় প্রকাশ্য জনসভায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে “মাল” বলে সম্বোধন করে বিতর্কে জড়িয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । এনিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে তিনি অবশ্য নিজের ভুল স্বীকার করে নেন । এবারে তৃণমূলের আর এক নেতা ভি শিবদাসন দাশু বিজেপি নেত্রী সম্পর্কে একই মন্তব্য করেছেন । একটা চ্যানেলে কথোপকথনের সময় তিনি অগ্নিমিত্রা পালকে উদ্দেশ্য করে বলেছেন, “বাজে মাল” ও “বাজে লোক” । তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি ওই তৃণমূল নেতার ভিডিও ক্লিপিং শেয়ার করে লিখেছেন,’পশ্চিমবঙ্গে নারীশক্তিকে প্রতিনিয়ত তৃণমূল কুরুচিকর ভাষায় অপমান করে চলেছে, এখন এটাই তৃণমূলের সংস্কৃতি। আসানসোলের তৃণমূলের নেতা ভি শিবদাসন দাশুর আসানসোল দক্ষিণ এর বিধায়িকা সম্মানীয়া শ্রীমতি অগ্নিমিত্রা পাল সম্পর্কে করা মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ, ন্যক্কারজনক। আমি সম্মানীয়া বিধায়িকা শ্রীমতি অগ্নিমিত্রা পাল মহোদয়া কে এই রকম কুরুচিকর ভাষায় করা আক্রমণের তীব্র নিন্দা করছি।’।