এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ সেপ্টেম্বর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ বা গণধর্ষণের পরে নির্মম নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক বিপাকে পড়ে গেছে শাসক দল তৃণমূল কংগ্রেস । রাজ্যের সর্বস্তরের মানুষ শাসক দল এবং রাজ্য পুলিশের ভূমিকায় আওয়াজ তুলছেন । আরজি করের তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে গত ৯ আগস্ট হাসপাতালের সেমিনার হলে দেহ উদ্ধারের পর থেকে রাজ্যজুড়ে আন্দোলন চলছে । এমতাবস্থায় ওই হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটের অভিযোগ ওঠা শাসকদল এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খোঁজার চেষ্টা করছে । দিন কয়েক আগে কলকাতার মেয়ো রোডে দলের প্রতিষ্ঠা দিবসে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুমকির স্বরে বলেন যে তারা আর ‘বদলা নয় বদল চাই’ বলবেন না । অর্থাৎ তিনি পাল্টা বদলের হুমকি দিয়ে রাখেন বলে অভিযোগ । বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে ।
তবে শুধু তৃণমূলের শীর্ষস্তরের নেতারাই নয়, নিচু তোলার নেতারাও আরজি কর কাণ্ডে চরম বিপাকে পড়ে গেছে । কোন কোন জায়গায় তৃণমূলের নেতারা আন্দোলনকারীদের সরাসরি হুমকি পর্যন্ত দিতে শুরু করেছে বলে অভিযোগ । এমনই এক তৃণমূল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । রাজ্য বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেল ভিডিওটি শেয়ার করা হয়েছে । ভিডিওতে ওই তৃণমূল নেতাকে আরজিকর কাণ্ডের আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলতে শোনা গেছে, ‘সকালবেলায় উঠে দেখবেন, যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি ফেসবুকে কুৎসা করছেন,যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র নিয়ে বলাবলি করছেন, আপনাদের মা বোনের বিকৃত করা ছবি আপনার বাড়ির দরজায়, দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসবো… শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম । সাবধান হয়ে যান…রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য ধরে বসে আছে…আমরা যদি পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালে গিয়ে একটু ফোঁস করি তাহলে পারবেন তো বাড়ি থেকে বের হতে ?‘
উল্লেখযোগ্য বিষয় হলো যে ওই তৃণমূল নেতা যখন হুমকি দিচ্ছিলেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন বেশ কিছু মহিলা । মহিলাদের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে ভিডিওটির প্রতিক্রিয়ায় বিজেপির এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘যখন সমগ্র জাতি এবং পশ্চিমবঙ্গ আরজির যৌন হয়রানির বিচার দাবি করছে এবং সরকারের ব্যর্থতার নিন্দা করছে, তখন টিএমসি নেতারা জঘন্য হুমকি দিচ্ছে। মমতা ব্যানার্জির ‘বিশৃঙ্খলা সৃষ্টির’ আহ্বানে উদ্বুদ্ধ টিএমসি গুন্ডারা এখন নারীদের বিকৃত ছবি দিয়ে ঘরবাড়িতে টাঙিয়ে সম্মান নষ্ট করার হুমকি দিচ্ছে। এটি মমতার নেতৃত্বের সম্পূর্ণ ব্যর্থতা এবং এই ধরনের অনাচারকে সক্ষম করার ক্ষেত্রে তার সরাসরি জড়িত থাকার প্রমাণ দেয়। তার শাসনামলে নারীরা একেবারেই অনিরাপদ।’
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ভিডিওতে হুমকি দেওয়া ওই তৃণমূল নেতার নাম অতীশ সরকার। তিনি উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় পুরসভার কাউন্সিলরের স্বামী । যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজ টুইট করে জানিয়েছেন, ‘অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার যে দলীয় নেতা প্রতিবাদী মা-বোনদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, এই আচরণের নিন্দা করছে দল। এবং তাঁকে চিহ্নিত করে দল থেকে এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।’
তবে এটাই প্রথম ঘটনা নয়, এর আগে শুভেন্দু অধিকারী একটা অডিও রেকর্ডিং নিজের এক্স হ্যান্ডেলের শেয়ার করেছিলেন । তাতে এক তৃণমূল নেতাকে হুমকি দিয়ে বলতে শোনা গেছে যে আর কি করের ঘটনা নিয়ে সরকার ফেলার ষড়যন্ত্র করছে বিরোধী দলগুলি । আগামী ৪ সেপ্টেম্বর ক্যানিংয়ের রাজপথে ফের রাত দখল করবে ওরা । ক্যানিং হাসপাতাল মোড় বা ক্যানিং বাসস্ট্যান্ডে ওরা জমায়েত হবে। তিনি দলের বিভিন্ন সংগঠনের নেতা-নেত্রীদের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেছেন,ওইদিন যদি কোন এলাকা থেকে ছেলেমেয়েরা রাত দখলের অংশগ্রহণ করে তাহলে ওই সমস্ত এলাকার দলীয় নেতা বা নেত্রীদেরকে তিনি সাসপেন্ড করবেন। শুভেন্দু অধিকারী অভিযোগ হুমকি দেওয়া ওই ব্যক্তি আর কেউ নয় বরঞ্চ ক্যানিংয়ের তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ দাস । তিনি তৃণমূল বিধায়ককে ‘গুন্ডা’ বলে অবিহিত করেছেন ।।