এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১২ জুলাই : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতিরা । সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মঙ্গলকোট থানার সিউর গ্রাম ঢোকার মুখেই । নিহত তৃণমূল নেতার নাম অসীম দাস । তিনি লাকুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন ওই তৃণমূল নেতা ।
জানা গেছে,সিউর গ্রামের বাসিন্দা অসীম দাস চাষাবাদের পাশাপাশি ব্যবসা করতেন । তাঁর বাড়িতে রয়েছেন বিধবা মা, স্ত্রী, পুত্র ও পুত্রবধূ । এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে । প্রতিদিনের মত এদিনও তিনি কাশেমনগর বাজার থেকে নতুনহাট- গুসকরা রোড ধরে মোটরসাইকেল চালিয়ে একাই বাড়ি ফিরছিলেন । কিন্তু তিনি সিউর ক্যানেলপাড়ের মোরাম রাস্তা ধরে সিউর গ্রামের মুখে আসতেই দুই দুষ্কৃতি কথা বলার অছিলায় তাঁকে দাঁড় করায় । তারপর তারা খুব কাছ থেকে অসীমবাবুকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় ।
জানা গেছে,অসীমবাবুর বুকের বাঁদিকে গুলি এসে লাগে । তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ।পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে নতুনহাট ব্লক হাসপাতালে নিয়ে আসে । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনা ঘিরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে । খবর পেয়েই মঙ্গলকোটে চলে আসেন জেলা পুলিশের আধিকারিকরা ।
মঙ্গলকোট ব্লক তৃণমূল সভাপতি অপূর্ব চৌধুরীর অভিযোগ, ‘আমরা নিশ্চিত বিজেপি আশ্রিত দুস্কৃতীরা এই খুন করেছে।’ অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির বর্ধমান পূর্ব (গ্রামীণ) জেলা কমিটির সহসভাপতি অনিল দত্ত । তাঁর পালটা দাবি , ‘তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে । আর তা ধামাচাপা দিতেও আমাদের ওপর মিথ্যা দোষারোপ করছে তৃণমূল ।’।