এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ ফেব্রুয়ারী : রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিত্ দাসকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । আজ বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয় । বিশ্বজিত্ দাস বনগাঁর বাসিন্দা। শঙ্কর আঢ্য ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বিশ্বজিত্ দাসের নাম উঠে আসে । বিশ্বজিত্ দাসের সংস্থার মাধ্যমেও রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে দাবি ইডির ।
মঙ্গলবার সকালে ৫০-৬০ জন ইডির আধিকারিক কলকাতা-সল্টলেকের অন্তত ছয়টি জায়গায় তল্লাশি শুরু করেন। তার মধ্যে রয়েছে বিশ্বজিত্ দাসের সল্টলেকের আইবি ব্লকে তার বিলাসবহুল বাড়ি । বাড়ির পাশাপাশি বিশ্বজিত্ দাসের বাড়ির সামনে রাখা বিলাস বহুল গাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে প্লাস্টিক উদ্ধার করে বাড়ির ভিতরে নিয়ে যায় ইডি । মঙ্গলবার থেকে শুরু করে আজ বুধবার প্রায় দিনভর তল্লাশী অভিযান চলে । ইডি সূত্রে খবর, তল্লাশি চলাকালীন বিপুল পরিমাণ হাওয়ালা সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে । বিশ্বজিত্ দাসের ফরেক্স ট্রেডিং কোম্পানি এবং আমদানি-রপ্তানির ব্যবসা রয়েছে । ইডির সন্দেহ যে সেখানে রেশন দুর্নীতির টাকা খাটানো হয়েছে ।
রেশন দুর্নীতি মামলায় এর আগে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী বাকিবুর রহমান, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাদের জেরা করে বনগাঁ পুরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করা হয় । এবার গ্রেফতার হল শঙ্করের ঘনিষ্ঠ বলে পরিচিত বিশ্বজিৎ দাস ।।