এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ জানুয়ারী : শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচারের থেকেও রেশনে বহু বড় মাপের দুর্নীতি হয়েছে বলে আগেই মন্তব্য করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । রেশন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইডি) তদন্ত যত এগোচ্ছে ততই তাঁর দাবির সত্যতা প্রমানিত হচ্ছে । আজ শনিবার কলকাতা হাইকোর্টে বিস্ফোরক দাবি করেছে ইডি । উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের নেতা তথা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ওরফে ‘ডাকু’র ফিনান্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে ১০ বছরে ২০,০০০ কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল হয়েছে বলে দাবি করেছে ইডি । ইডির সন্দেহ যে ওই ২০ হাজার কোটির মধ্যে অন্তত ৯ থেকে ১০ হাজার কোটি টাকা রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ।
ইডির দাবি অনুযায়ী, রেশন দুর্নীতি মামলায় ধৃত নিজের সিএ অরিবিন্দ সিংয়ের মাধ্যমেই এই কাজ করেছেন শঙ্কর আঢ্য । তাকে দিয়ে এবং শঙ্কর আঢ্য নিজের ফোরেক্স-সহ চারটি সংস্থার মাধ্যমে ৩৫০ কোটি টাকা এবং হীরামতি এক্সপোর্ট নামে একটি সংস্থার মাধ্যমে ১১৭ কোটি বিদেশি মুদ্রায় বদল করিয়েছেন । এভাবেই তিনি রেশন দুর্নীতির দুর্নীতির কালো টাকা সাদা করেছেন বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার । যদিও এদিন আদালতে তোলার সময় শঙ্কর আঢ্য দাবি করেন যে তিনি রেশন দুর্নীতিতে যুক্ত নন ।
গত ৫ জানুয়ারী রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং রেশন দূর্নীতি মামলার মূল অভিযুক্ত জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শঙ্কর আঢ্যর বাড়িতে তল্লাশি চালায় ইডি। সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ানরাও। সেদিনই সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে এই মামলার ইডি তল্লাশি চালাতে গিয়েছিল । কিন্তু শাহজাহানের ‘রোহিঙ্গা বাহিনী’র হাতে আক্রান্ত হতে হয় ইডির আধিকারিকদের । এদিকে প্রায় ১৭ ঘণ্টা টানা তল্লাশি চালানোর পর তৃণমূল কংগ্রেসের নেতা শঙ্কর আঢ্য ওরফে ‘ডাকু’কে গ্রেফতার করে ইডি । ইডি তাকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে । হেফাজতের মেয়াদ শেষ হলে আজ তাকে আদালতে তোলা হয় ।।