এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,০৯ মার্চ : ফের এরাজ্যে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে ৷ এবারে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে একটি কালী মন্দিরে ঢুকে দেবী প্রতিমা ভাঙচুরের অভিযোগ তুললেন রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার । তার অভিযোগ ‘তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলের উন্মত্ত মৌলবাদী বাহিনী’ এই হামলা চালিয়েছে ।
এই হামলা প্রসঙ্গে সুকান্ত মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ফেসবুকে লিখেছেন, ‘বসিরহাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত নিন্দারিয়া গ্রাম পঞ্চায়েতের সাকচুড়ো বাজার অঞ্চলে মন্দিরে বলপূর্বক প্রবেশ করে শ্রী শ্রী কালীমাতার বিগ্রহের হাত-পা এবং মাথা ভেঙ্গে ফেলা হয়েছে। স্থানীয় হিন্দুদের প্রাণে মারার হুমকিও দেওয়া হচ্ছে তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলের উন্মত্ত মৌলবাদী বাহিনীর দ্বারা। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে তাঁবেদার পুলিশও নিশ্চুপ হয়ে রয়েছে।’
তিনি আরও লিখেছেন,’অনেক হয়েছে মুখ্যমন্ত্রী! আপনি বা আপনার প্রত্যক্ষ মদতপুষ্ট মৌলবাদী দানবগোষ্ঠী যদি পশ্চিমবঙ্গকে এখনই গ্রেটার বাংলাদেশ মনে করে থাকেন, তবে আপনি মিথ্যার স্বর্গে বাস করছেন! আমরা জীবিত থাকতে কোনওভাবেই আপনাকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত হানতে দেবো না। রাজ্যের হিন্দুদের উপর হিন্দু ভাবাবেগের উপর কোনও আক্রমণ হলে তার প্রকৃত জবাব ভারতীয় জনতা পার্টি দেবে, আপনি প্রস্তুত থাকুন।’
এর আগে দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর রামনগরে শীতলা মায়ের মূর্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে । বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের দাবি,আত্রাক মোল্লা নামে একজন জিহাদি এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে । এনিয়ে তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘আবার হিন্দু দেব-দেবীর মূর্তি ভাঙা হলো এই রাজ্যে। যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুর পূর্ব বিধানসভা রামনগর গ্রামে ভোরে একটি বড় দল এসে মা কালী মন্দির ভাঙচুর করে। স্থানীয় দুই সাহসী ব্যক্তি আত্রক মোল্লা নামে একজন দুষ্কৃতীকে ধরে ফেলে। দুষ্কৃতী কে বাঁচাতে সক্রিয় পুলিশ। এখন স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে বারুইপুর থানা ৷’ ঘটনার প্রতিবাদে বারুইপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন অগ্নিমিত্রা পাল।
যদিও বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাষ সর্দার দাবি করেছেন ,আমাদের হিন্দু ভাই সুশোভন এবং ওনার স্ত্রী রামনগরে মা শীতলা র মন্দির টি ভেঙে পুরিয়ে দিয়েছেন। এখন ভারতীয় জনতা পার্টি কে সঙ্গে নিযে এখানে রাজনৈতিক ও সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছেন। তৃণমূল বিধায়কের মন্তব্যের ভিডিও শেয়ার করে অগ্নিমিত্রা পাল ফেসবুকে লিখেছেন,কিন্ত ওই গ্রামের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী গ্রামবাসীরা, এক বিশেষ সম্প্রদায় ভুক্ত ব্যক্তি কর্তৃক ঘটানো এই ঘটনার বিরুদ্ধে একজোট। হিন্দুদের এই একতা কে ভয় পেয়ে বিধায়ক মশাই এই মিথ্যা গল্প বানাচ্ছেন। ৩৩% বিশেষ সম্প্রদায়ের সরকার বলে আপনারা স্বেচ্ছাচারিতা করতে পারেন না। আমার হিন্দু ভাই বোনেরা ঐক্যবদ্ধ হয়ে, আপনাদের মোকাবিলা করবে এবং পশ্চিমবঙ্গ কে কখনই বাংলাদেশ হতে দেবে না।।
Trinamool leader Shahanur Mandal’s radical forces vandalized Kali idol in Basirhat: Sukanta Majumdar alleges.