এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ ফেব্রুয়ারী : উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালীর পলাতক তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানকে নতুন করে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । আগামী ২৯ ফেব্রুয়ারি শাহজাহানকে ফের তলব করা হয়েছে । পাশাপাশি আজ শুক্রবার সকালে শাহজাহান ঘনিষ্ঠ হাওড়ার হালদারপাড়ায় মাছ ব্যবসায়ী পার্থপ্রতীম সেনগুপ্তর বাড়িতে হানা দিয়েছে ঈদের তদন্তকারী দল । ওই ব্যবসায়ী শাহজাহানের মাছের আরত থেকেই মাছ কিনতো । হাওড়া ছাড়াও কলকাতার বিজয়গড়, উত্তর ২৪ পরগনার চার জায়গা মিলে অঅন্ত ছ’জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে ।
রেশম দুর্নীতি মামলায় সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গেলে ইডির আধিকারিকদের ওপর হামলা চালিয়ে দেয় শাহজাহান বাহিনী । তারপর থেকে কোথাও লুকিয়ে বসে আছে ওই ‘কুখ্যাত’ তৃণমূল নেতা । শাহজাহানকে গ্রেফতার করার বিষয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে ইডি । এমনকি কলকাতা হাইকোর্টের তিরস্কারের মুখেও পড়তে হয়েছে পুলিশকে । এদিকে সন্দেশখালিতে শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে গ্রামবাসীরা । জোর করে দখল করে নেওয়া জমিতে তৈরি করা মাছের ভেড়িগুলিতে হামলা চালাতে শুরু করেছে ক্ষিপ্ত গ্রামবাসীরা । ফলে সন্দেশখালি তে এখন তোলপাড় চলছে । এই তোলপাড়ের মাঝেই শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে বেছে বেছে অভিযান চালাতে শুরু করলো ইডি । শাহজাহানের ভেরি থেকে মাছ বাংলাদেশে পাচার হতো কিনা এবং তার মাছের ব্যবসায় কোনো আর্থিক অনিয়ম ছিল কিনা মূলত তা খতিয়ে দেখছে তদন্তকারী দল । জানা গেছে,হাওড়ার হালদারপাড়ায় মাছ ব্যবসায়ী পার্থপ্রতীম সেনগুপ্ত ছাড়াও বিরাটির অরুণ সেনগুপ্ত এবং কলকাতার বিজয়গড়ের ব্যবসায়ী অরূপ সোমের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি ।।