এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ মে : আজ বৃহস্পতিবার বিকাশভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারারা। সেই সময় সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে তাদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল নেতা সব্যসাচী দত্তর বিরুদ্ধে । খবর করতে যাওয়া সাংবাদিকদের উপরেও সব্যসাচী দত্তর গুন্ডাবাহিনী হামলা চালায় বলে অভিযোগ । ক্যামেরা টেনে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় । এক চিত্র সাংবাদিকের ঠোঁট ফেটে যায় । ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন বিজেপির যুবনেতা তরুনজ্যোতি তিওয়ারি । তিনি হামলার ভিডিও এক্স-এ শেয়ার করে লিখেছেন,’বিকাশ ভবনের সামনে তৃণমূলের গুন্ডারা সব্যসাচী দত্তের নেতৃত্বে এবং নির্দেশে চাকরি হারা শিক্ষক এবং মিডিয়া বন্ধুদের উপর আক্রমণ করেছে আজকে।’
পাশাপাশি তিনি অন্য একটি পোস্টে তৃণমূলের সব্যসাচীকে নিশানা করে লিখেছেন,’সব্যসাচী দত্ত — এক সময়ের চুবাই সম্রাট। ভুল বুঝবেন না, ‘চুবাই’ মানে চুন, বালি, ইট। বাপু, ওসবই ছিল তাঁর এলাকা। বিধাননগরে একটা ইট নড়লেও উনার অনুমতি লাগত। স্কোয়ার ফিট অনুযায়ী হারে টাকা আদায়, অবৈধ নির্মাণে হাতের জাদু, আর তাতে গড়ে ওঠা ছিল এক বিশাল সাম্রাজ্য। একে সবাই বলত সিন্ডিকেট কিং।’
তিনি আরও লিখেছেন,’কিন্তু হঠাৎ কী হল? চুবাই শিল্প থেকে চাকরি চুরি শিল্পে ঝাঁপ? বোঝা গেল, চুন-বালির থেকে বোধহয় প্রার্থীর ঘাম আর কান্নার দামে বেশি লাভ। তাই নেমে পড়লেন চাকরি প্রার্থীদের ভাগ্য বদলাতে — তবে তাঁদের নয়, নিজেরটাই! চাকরি প্রার্থীরা রাস্তায় বিক্ষোভ করছে, আর তিনি তাঁদের উপর অনুগামীদের লেলিয়ে দিচ্ছেন! বাহ! আগে ছিলেন পিসির চুবাই ঘরের দুলাল, এখন হয়েছেন কয়লা চোরের চামচা। সব্যসাচীবাবু, চাকরি হারাদের উপর হামলা চালানোটা মোটেই ঠিক হয়নি। ওরা কিন্তু খুব রেগে আছে। কারণ, চাকরি চুরি করেছে আপনারা, অথচ দোষ দিচ্ছেন ওদের। চোরের মায়ের গলা অনেক শুনেছি, কিন্তু এত চড়া গলায়! সাবধান হোন — জনগণ এই নাটক বেশ ভালো করে বুঝছে। চুবাই দিয়ে শুরু হয়েছিল, এখন চাকরি চুরি দিয়ে ইতিহাসে নাম লেখাবেন নাকি ?’
জানা গেছে,এদিন বিকাশভবনে চাকরিহারারা বিক্ষোভ দেখানোর সময় আচমকা দলবল নিয়ে হাজির হন সব্যসাচী দত্ত। তাকে চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়তে হয় । গাড়ির সামনে শুয়ে পড়ে চলে বিক্ষোভ। সব্যসাচীকে ঘিরে ধরে টানা হিঁচড়া করতে থাকেন চাকরিহারারা। সেই সময় হঠাৎ করে বিকাশভবনের সামনে চলে আসে সব্যসাচী দত্তর অনুগামীরা । তাঁরা সেখান থেকে সব্যসাচীকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে । শেষ পর্যন্ত সব্যসাচীর অনুগামীরা মারমুখি হয়ে চাকরিহারা ও সাংবাদিকদের উপর হামলা চালিয়ে দেয় ।।

