এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২০ জুলাই : কলকাতায় একুশে জুলাইয়ের সমাবেশের আগে বীরভূমে তৃণমূল কর্মীদের হাতেই খুন হলেন এক তৃণমূল নেতা । শনিবার সন্ধ্যায় বীরভূমের মল্লারপুর থানার বিসিয়া গ্রামে বোমা মেরে খুন করা হয়েছে তৃণমূল নেতা বায়তুল্লা শেখকে । তিনি ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে ব্লক কমিটির সদস্যও ছিলেন । বাইতুল্লার স্ত্রী শাকিলা বিবি বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ । এই খুনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম ইয়াফর শেখ ওরফে বশির শেখ (৭০ বছর) । আজ রবিবার ভোর ৩টে ১৫ নাগাদ গ্রামের মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। এদিকে তৃণমূল নেতৃত্ব দাবি করেছে যে ধৃত বশির শেখ কখনো সিপিএম কখনো বিজেপি করে । যদিও ধৃত বসির স্পষ্ট ভাবে জানিয়েছেন যে তিনি তৃণমূল কর্মী ।
জানা গেছে,শনিবার সন্ধ্যা নাগাদ বিসিয়া গ্রামের তিনমাথা মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন বায়তুল্লা শেখ । চা পান করে ফেরার পথে দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় বলে জানান বায়তুল্লার দুই সঙ্গী রাজু শেখ, সাজেদুল শেখ । তারা জানান, চা পান করে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে একসাথে ৩ টি বোম ছোড়ে । ঘটনাস্থলেই বাইতুল্লা শেখের মৃত্যু হয় । তারা মোট তিনজন অল্পবিস্তর আহত হন ।
জানা গেছে,বোমা ছুড়ে দুষ্কৃতীরা পালিয়ে গেলে বাইতুল্লাহ শেখকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় আরও মোট ৬ জনের নামে থানায় এফ আই আর দায়ের করা হয় । তার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
ময়ূরেশ্বরের তৃনমূল বিধায়ক অভিজিৎ রায়ের দাবি, একুশে জুলাইয়ের আগে এই খুন উদ্দেশ্য প্রণোদিত। এই ঘটনা সিপিএমের হার্মাদ বাহিনী ঘটিয়েছে বলে। যদিও সিপিএমের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সিপিএমের তরফে জানানো হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এই খুন।
দিন সাতেক আগে বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত শ্রীনিধিপুর গ্রামে তৃণমূল নেতা পীযূষ ঘোষকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়।তার জের মিটিতে না মিটতেই আবারও এক তৃণমূল নেতাকে খুন করা হল। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে জেলা পুলিশের পদস্থ কর্তারা সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে।।

