জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),০৮ জুন : সিবিআইয়ের ডাক পড়ল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের তৃণমূল নেত্রী মল্লিকা চোংদারের। আগামী ১৬ ই জুন সকাল ১০ টা নাগাদ তাকে দুর্গাপুরের এনআইটি অতিথি নিবাসে হাজির হতে বলা হয়েছে । তবে সিবিআই কেন ডেকেছে তা স্পষ্ট করে কিছু জানাতে পারেননি মল্লিকাদেবী ।
তিনি বলেন,’আজ (৮ ই জুন) দুপুর একটা নাগাদ হোয়াটস অ্যাপে জনৈক কেপি শর্মা স্বাক্ষরিত একটি ম্যাসেজ তার কাছে আসে । দেখা যাচ্ছে তিনি সিবিআইয়ের ডিএসপি পদমর্যাদার অফিসার। মেসেজে আমাকে ১৬ ই জুন দেখা করার জন্য বলা হয়েছে। কেন আমাকে ডাকা হয়েছে জানি না। তবে একজন সৎ নাগরিক হিসাবে অবশ্যই আমি যাব। যেহেতু আমি আইন জানিনা তাই আমার উকিলের সঙ্গে ধারাগুলি নিয়ে পরামর্শ করব।’ এদিকে তৃণমূল নেত্রীর সিবিআইয়ের ডাক সংক্রান্ত বিষয়টি সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।।