এইদিন ওয়েবডেস্ক,আদ্রা(পুরুলিয়া),২৩ জুন : পঞ্চায়েত নির্বাচন আবহে খুনোখুনি অব্যাহত এরাজ্যে । এবারে পুরুলিয়ার আদ্রায় শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ঢুকে দলের শহর সভাপতি ধনঞ্জয় চৌবেকে গুলি করে খুন করে পালিয়ে গেল দুই দুষ্কৃতী । আহত হয়েছেন ঘটনায় ধনঞ্জয় চৌবের দেহরক্ষী পুলিশ কনস্টেবল শেখর দাসও । দুষ্কৃতীরা কমপক্ষে ছয় রাউন্ড গুলি চালিয়েছিল এবং ৫ গুলি ধনঞ্জয়বাবুর শরীরে লাগে বলে জানা গেছে। পুলিশ দুষ্কৃতীদের ব্যবহৃত একটা বাইক ও কয়েকটি খালি কার্তুজ সংগ্রহ করেছে ।
খুনের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আর্শাদ হোসেন এবং মহম্মদ জামাল । ধৃতদের মধ্যে আর্শাদ পুরুলিয়ার বেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী বলে জানা গেছে । তবে খুনের কারন স্পষ্ট নয় । এদিকে আজ শুক্রবার ভোর থেকে আদ্রা শহরের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে শাসকদলের কর্মী ও সমর্থকরা । এমনকি তারা ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধের ডাক দিয়েছে ।
ঘটনার বিবরণে জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যায় আদ্রার পান্ডে বাজার এলাকার দলীয় কার্যালয়ের বারান্দায় বসে দলের কর্মী-সমর্থকদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা করছিলেন ধনঞ্জয় চৌবে । পাশেই দাঁড়িয়ে ছিলেন তার দেহরক্ষী । সেই সময় একটা বাইকে চড়ে দুই আততায়ী তৃণমূল কার্যালয়ের সামনে এসে দাঁড়ায় । কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা সোজা তৃণমূল কার্যালয়ে ঢুকে যায় । তারপর দুষ্কৃতীরা ধনঞ্জয় চৌবে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় । ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ধনঞ্জয়বাবু । তাকে বাঁচাতে গিয়ে একটা গুলি এসে লাগে দেহরক্ষী শেখর দাসের শরীরে । এদিকে গুলি চালানোর অব্যবহিত পরেই বাইক ফেলে চম্পট দেয় দুই আততায়ী । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশবাহিনী । তারপর পুলিশ গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ধনঞ্জয় চৌবেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।।