এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ আগস্ট : কলকাতা পুরসভার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বিরোধী দলনেতা আজকে এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছেন৷ যে ভিডিওতে ফিরহাদ হাকিমকে রিমোটের সাহায্যে কোন কিছুর উন্মোচন করতে দেখা গেছে । তারপর উদ্বোধনী অনুষ্ঠানের জনৈক উদ্যোক্তা ফিরহাদ হাকিমকে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধনের জন্য অনুরোধ করেন । কিন্তু ফিরার হাকিম নিজের ডান হাত নড়িয়ে সরাসরি “না” করে দেন।
ঘটনার বিবরণ দিয়ে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘গত ২৭ শে আগস্ট, ভবানীপুরের (মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বিধানসভা আসন) ৭০ নং ওয়ার্ডে একটি নতুন জল পাম্পিং স্টেশনের উদ্বোধনের সময়, মেয়র ফিরহাদ হাকিম প্রকাশ্যে হিন্দু ধর্মের অপমান করেন। যখন ওয়ার্ড কাউন্সিলর অশীম কুমার বোস এর আহ্বানে আসা পুরোহিত মহাশয় ওনাকে অনুষ্ঠানের শুভ উদ্বোধনের সময় একটি পবিত্র নারকেল বাড়িয়ে দেন ফাটানোর জন্য, মেয়র ফিরহাদ হাকিম তা প্রত্যাখ্যান করেন।’
এরপর তিনি লিখেছেন,’প্রত্যাখ্যান করাটাই স্বাভাবিক, কারণ হিন্দু ধর্মের আচার আচরণ কে বরাবরই খাটো করার অভ্যাস রয়েছে ওনার, তা সে কপালে চন্দনের ফোঁটা দিলে তাৎক্ষণিক তা মুছে ফেলা হোক, মা দুর্গার প্রতিমার দিকে পেছন ফিরে দাঁড়ানো হোক, সংখ্যাতত্ত্ব দিয়ে বোঝানো যে কিভাবে উর্দু ভাষা বাংলা ভাষা কে অতিক্রম করে যাবে, অথবা ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে ভাসন দেওয়া; যে ওনার নিজের ধর্মে জন্মগ্রহন করলে সৌভাগ্যবান হওয়া যায় আর পর ধর্মে জন্মগ্রহণ করলে তা দুর্ভাগ্যজনক…।’
তিনি আরও লিখেছেন,’ওনার নেত্রী আবার হিন্দু ধর্মকে ‘গন্ধা ধর্ম’ বলে আখ্যা দেন, মহাকুম্ভ কে ‘মৃত্যু কুম্ভ’ বলে উল্লেখ করেন। তাই এনারা সেই পথেই চলবেন তাই স্বাভাবিক…।’ শুভেন্দু অধিকারীর কথায়,’হিন্দু ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের আওয়াজ তুললে বিজেপি হয় হিন্দুদের দল। তাহলে হিন্দু ধর্ম কে বারংবার অপমান করার জন্যে তৃণমূল কে হিন্দু বিরোধী দলের তকমা দেওয়া যেতেই পারে।’।