এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,০৪ জুলাই : বিয়ে করতে চলেছেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব । হিন্দু রীতি অনুযায়ী বিয়ের আগে পাত্রের ‘আইবুড়ো ভাত’ -এর আয়োজন করে পরিবার । কিন্তু রজনীশবাবুর ‘আইবুড়ো ভাত’ অনুষ্ঠান পরিবার নয়, বরঞ্চ আয়োজন করলেন বর্ধমান-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমান উন্নয়ন পর্ষদে ( বি ডি এ) এর চেয়ারম্যান কাকলী তা গুপ্ত । বিডিও অফিসে এই উপলক্ষে ছিল এলাহি আয়োজন । উপস্থিত ছিলেন এলাকার দাপুটে নেতা যুব সভাপতি মানস ভট্টাচার্য। তবে ভোজের আগে বিডিওকে ফুল,চন্দন,দূর্বঘাস দিয়ে আশীর্বাদ করলেন কাকলীদেবী । বিডিও অফিসে উঠল শঙ্খ ধ্বনি । বাড়িতে পরিনত হল বিডিওর অফিস । গদগদ বিডিও ভক্তিভরে প্রণাম করলেন তৃণমূল নেত্রীকে । সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই নজিরবিহীন ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে লিখেছেন,’কি চমৎকার !’
একজন তৃণমূল কংগ্রেসের কর্মী বর্ধমান-১ ব্লকের বিডিও রজনীশ কুমার যাদবের ‘আইবুড়ো ভাত’ উদযাপনের কিছু ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, ‘আজ বর্ধমান- ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ভিডিও সাহেবকে আইবুড়ো ভাত খাওয়ানো হলো । উপস্থিত ছিলেন বর্ধমান এক ব্লকের সভানেত্রী কাকলি গুপ্তা তা মহাশয়া এবং উপস্থিত ছিলেন বর্ধমান এক ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মানুষ ভট্টাচার্য মহাশয় । উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সমস্ত কর্মাধ্যক্ষগন ।’ তিনি ‘বিডিও’-এর পরিবর্তে ‘ভিডিও’ শব্দ লিখেছেন ।
বর্ধমান-১ পঞ্চায়েত সমিতির অফিসে শাসকদল দ্বারা বিডিও-এর ‘আইবুড়ো ভাত’-এর আয়োজনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতি মহলে । শুভেন্দু অধিকারী বিডিও-এর ‘আইবুড়ো ভাত’-এর অনুষ্ঠানের মুহূর্তের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলের শেয়ার করে লিখেছেন, ‘কি চমৎকার !
পঞ্চায়েত সমিতি অফিসের মধ্যে ব্লক টিএমসি নেতাদের দ্বারা আয়োজিত বর্ধমান-১ বিডিও-এর প্রাক বিবাহ উৎসব। অফিসারকে টিএমসি নেতার পা ছুঁয়ে আশীর্বাদ চাইতে দেখা যায়। পূর্ব বর্ধমান জেলার এই ঘটনাটি একটি ব্যতিক্রম নয়, এটি পশ্চিমবঙ্গ ব্যাপী আদর্শ হয়ে উঠেছে। আশ্চর্যের কিছু নেই যে শাসক দল এবং প্রশাসনের মধ্যে যে লাইনটি সর্বদা অস্পষ্ট ছিল তা সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছে ।’
প্রসঙ্গত, বিগত লোকসভা নির্বাচনে রাজ্যের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারীসহ বিজেপির নেতারা । স্বভাবতই বর্ধমান-১ বিডিও রজনীশ কুমার যাদবের অফিসের মধ্যেই তার ‘আইবুড়ো ভাত’ -এর আয়োজন নতুন মাত্রা যোগ করেছে । যদিও এর মধ্যে কোন দোষ খুঁজে পাচ্ছেন না রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস । তার সাফাই, ‘এটা তো সৌজন্যের বিষয় ।এতে দোষের কি আছে ?’ কিন্তু তৃণমূল নেত্রী নিজের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন না করে বিডি অফিসে কেন করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে ? যদিও প্রশাসনিক কর্তাদের তৃণমূল লেখার ৫৬৮পাত নেওয়ার ঘটনার নজির নতুন নয় । এর আগে, ২০২১ সালের ১৭ জুন পূর্ব বর্ধমান জেলার গুসকরায় কৃষি মাণ্ডিতে একটি অনুষ্ঠানে আউশগ্রামের তৎকালীন বিডিও অরিন্দম মুখোপাধ্যায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন । যা নিয়ে বিস্তর জল ঘোলা হয় ।।