এইদিন ওয়েবডেস্ক,তুরা(মেঘালয়),২৮ জুলাই : গত ২৪ জুলাই মেঘালয়ের পশ্চিম গারো পার্বত্য জেলার তুরায়(TURA) মিনি সচিবালয়ে হামলার ঘটনায় ধৃত তৃণমূল কংগ্রেসের নেতা রিচার্ড মারাক(Richard Marak) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তুরায় মেঘালয় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মারাক অসুস্থ হয়ে পড়লে তাকে পশ্চিম গারো হিলস জেলার তুরা সিভিল হাসপাতালে ভর্তি করা হয় । প্রসঙ্গত,রিচার্ড মারাক মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা মুকুল সাংমার ঘনিষ্ঠ সহযোগী ।
গত ২৪ জুলাই মেঘালয়ের তুরা শহরের মিনি সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে প্রায় ৫০০ জনের একটা দল হামলা চালায় । হামলাকারীদের ছোড়া পাথরে জখম হয় বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী । সেই হামলাকারীদের দলে মেঘালয়ের তৃণমূল কংগ্রেসের নেতা রিচার্ড মারাক ছিলেন বলে অভিযোগ । হামলার পর মেঘালয় পুলিশের মহাপরিচালক (ডিজিপি) এল আর বিষ্ণোই দাবি করেছিলেন যে ২৪ জুলাই সন্ধ্যায় তুরা শহরে হিংসার উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সম্ভাব্য ‘হত্যা’ প্রচেষ্টা । মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা এবং তাকে শারীরিকভাবে ক্ষতি করার জন্য এটি একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র ছিল বলে তিনি মন্তব্য করেছিলেন । আজ শুক্রবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন,’তুরা হিংসার ঘটনায় তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ৷ হামলার ভিডিও রেকর্ডিং রয়েছে এবং তার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে ।’।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে নর্থইস্ট নাও ।