এইদিন ওয়েবডেস্ক,মূর্শিদাবাদ,২৮ মার্চ : মূর্শিদাবাদের জলঙ্গি বিধানসভার নির্দল প্রার্থী সৈয়দ রাফিকা সুলতানার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ । ধৃত তৃণমূল নেতার নাম মোজাম্মেল মন্ডল । তিনি খয়রামারী গ্রাম পঞ্চায়েতের রওশন নগরের তৃণমূল সদস্য । ভোটের ঠিক মুখেই এই ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে ।
মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সৈয়দ রাফিকা সুলতানা তৃণমূল করতেন । তিনি তৃণমূলের জেলা পরিষদের সদস্য ছিলেন । কিন্তু এবারের নির্বাচনে দল তাঁকে টিকিট না দেওয়ায় নির্দল প্রার্থী হিসাবে ভোটে প্রতিদ্বন্দিতা করছেন তিনি ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সৈয়দ রাফিকা সুলতানার
একটা অশ্লীল ছবি ছড়িয়ে পড়ে । শনিবার এনিয়ে নিজ বাড়িতে তিনি সাংবাদিক বৈঠক করেন ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৈয়দ রাফিকা সুলতানা অভিযোগ করেন, ‘এবারে তৃণমূল জলঙ্গি বিধানসভায় সিপিএম থেকে আসা আবদুর রাজ্জাক মণ্ডলকে প্রার্থী করেছে । দলের অনেক কর্মী সমর্থক তাঁকে মেনে নিতে পারছেন না । মূলত তাঁদের অনুপ্রেরণাতেই আমি নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করছি । আর তারপর থেকেই তৃণমূল প্রার্থীর অনুগামী কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় আমার নামে নিন্দে করতে শুরু করেছে । সেগুলিকে আমি বিশেষ গুরুত্ব দিইনি । কিন্তু তার পরে যেটা করা হয়েছে তা ক্ষমার অযোগ্য ।’
তাঁর অভিযোগ, জলঙ্গীর তৃণমূলের প্রার্থী আবদুর রাজ্জাক,ব্লক সভাপতি রাকিবুল ইসলাম,পঞ্চায়েত সমিতির সহসভাপতি ইউসুফ আলীর মদতেই এই কাজ করেছে মোজাম্মেল মন্ডল ।
জানা গেছে,এই ঘটনায় সাগরপাড়া থানার লিখিত অভিযোগ দায়ের করেন জলঙ্গীর নির্দল প্রার্থী সৈয়দ রাফিকা সুলতানা । তাঁর অভিযোগের ভিত্তিতে মোজাম্মেল মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ ।।