প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১১ এপ্রিল : বাড়ির পাঁচিল তৈরীর জন্য বাড়ি মালিকের কাছে মোটা টাকা ’তোলা’ চেয়েছিলেন তৃণমূল নেতা।দাবী মত সেই তোলার টাকা না পেয়ে গৃহস্থের বাড়ির সামনে বোমাবাজি করার অভিযোগ উঠলো ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ।এমন ঘটনা নিয়ে সোমবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমান ১ ব্লকের রায়ান গ্রামে।বোমা বাজির ঘটনা নিয়ে এই গ্রামের মাঝিলা পরিবারের সদস্য টুটুল মাজি এদিনই বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্যের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ জানিয়েছেন।পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মাজি
পরিবারের সদস্যরা থাকেন রায়ান গ্রামের পূর্ব
পাড়ায় । রবিবার রাতে সেই গ্রামেই বোমা বাজির ঘটনা ঘটেছে বলে মাজিলা পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।মাজিলা পরিবারের সদস্য টুটুল মাজিলা জঙ্গিপুর গর্ভমেন্ট পলিটেকনিক কলেজের শিক্ষক।তিনি লিখিত অভিযোগে পুলিশ কে জানিয়েছেন,সম্প্রতি তাঁরা তাঁদের বাড়ির পাঁচিল দেবার প্রস্তুতি শুরু করেন।তা জানতে পেরে তৃণমূল নেতা মানস ভট্টাচার্য্য।তার পরেই এই তৃণমূল নেতা পাঁচিল দেওয়ার জন্য তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবী করে ।টুটুল বাবুর অভিযোগ ,এই টাকা তাঁরা দিতে না পারায় মানস ভট্টাচার্য্য তাঁদের দেখে নেবার হুমকি দেয় সেই হমকি মতোই রবিবার গভীর রাতে তৃণমূল নেতা মানস ভট্টাচার্য্যর নেতৃত্বে
তাঁদের বাড়ির সামনে বোমাবাজি করা হয়েছে ।এমনকি মাজিলা পরিবারকে গ্রামে একঘরে করে রাখারও প্রচেষ্টা চালানো হচ্ছে বলে টুটুল মাজি অভিযোগ করেছেন। পাশাপাশি যে কোনও মূহুর্তে খুন হয়ে যেতে পারেন বলেও টুটুল মাজি পুলিশের কাজে আশঙ্কা প্রকাশ করেছেন । বোমাবাজির খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে তদন্তে যায় ।
তৃণমূল নেতা মানস ভট্টাচার্য্যর বিরুদ্ধে এই
প্রথম হুমকি দেওয়া ও অশান্তি পাকানোর অভিযোগ উঠলো এমনটা নয় ।গত বছরের নভেম্বর মাসেও টুটুল মাজিলাকে ফোনে রীতিমত হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছিল এই মানস ভট্টাচার্য্যর-ই বিরুদ্ধে।সেই হুমকি ফোনের অডিও ভাইরালও হয়।তখনো মানস ভট্টাচার্য্যর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়।কিন্তু অভিযুক্ত তৃণমূল নেতা মানস ভট্টাচার্যের কিছুই হয়নি ।
যুব তৃণমূল নেতা মানস ভট্টাচার্য যদিও মাজিলা পরিবারের আনা অভিযোগ অস্বীকার করেছেন ।পাল্টা অভিযোগে মানস ভট্টাচার্য এদিন বলেন,’উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। টুটুল মাজিলাদের পারিবারিক সম্পত্তিগত বিবাদ রয়েছে। তা নিয়ে প্রথমে এলাকার ক্লাব ও পরে পঞ্চায়েত থেকে বিষয়টি মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বিবাদ মেটানোর জন্য আগামী ২৪ তারিখে জমি মাপার দিন ঠিক করে দেওয়া হয় পঞ্চায়েত থেকে। সেটা বানচাল করতেই টুটুল মাজিলা নিজে এই কান্ড ঘটিয়েছে বলে দাবি করেছেন মানস ভট্টাচার্য“। যদিও জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, কেউ অন্যায় করলে বা টাকা দাবী করলে তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে বলা হয়েছে। দল কখনো এই সব বরদাস্ত করে না।।