জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,আউশগ্রাম,০২ জুলাই :শুধু গত বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে নয়,আউশগ্রাম-২ ব্লকের লালদুর্গ হল কোটা এলাকা । এখানে সিপিএমের কঠিন রক্ষণ ভাঙতে দলের প্রার্থীদের হয়ে প্রচারে এলেন তৃণমূলের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য। সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি মল্লিকা চোংদার, জেলা পরিষদের প্রার্থী মুনমুন মুখার্জ্জী, পঞ্চায়েত সমিতির শিখা বাউড়ি সহ গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মঙ্গলী মাঝি, কণিকা ভট্টাচার্য, পলাশ লোহার, মিতা ভৌমিক, ইন্দ্রানী চক্রবর্তী এবং এলাকার দলীয় পরিদর্শক লালন শেখ, পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার সহ দলের স্থানীয় নেতা-কর্মীরা । এলাকায় একের পর এক ‘রোড শো’ ও জনসভা করার পর নির্দিষ্ট সময়ের অনেক পরে কোটার জনসভায় আসেন দেবাংশু । সভায় বক্তারা রাজ্য সরকারের লক্ষীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী, সবুজ সাথী সহ বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন ।।