এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ জুন : অষ্টাদশ লোকসভা নির্বাচনের আজ সপ্তম তথা শেষ দফার ভোট হচ্ছে উত্তরপ্রদেশ,হিমাচল প্রদেশ,বিহার, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ মিলে দেশের ৫৭ টি আসনে । এরাজ্যে আজ দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ মিলে মোট ৯ আসনে নির্বাচন হচ্ছে । দেশের অনান্য আসনগুলিতে এখনো পর্যন্ত তেমন কোনো অশান্তির খবর না পাওয়া গেলেও পশ্চিমবঙ্গের ভাঙড়,জয়নগর লোকসভার কুলতলি ও বসিরহাট লোকসভার সন্দেশখালিতে ভোট ঘিরে অশান্ত হয়ে উঠেছে ।
ভাঙড়ের ফুলবাড়িতে আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে । আইএসএফ বুথ এজেন্ট বসাতে গেলে ঝামেলার সূত্রপাত । দু’দলের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় । উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে । ভাঙড়ের সাতুলিয়ায় গোলাগুলিও চলেছে বলে জানা গেছে । পাশাপাশি জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলিতে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । ক্ষিপ্ত ভোটাররা বুথের ইভিএম ও ভিভিপ্যাট পুকুরের জলে ফেলে দিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । ঘটনাস্থলে পুলিশবাহিনী গেলে পুলিশের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা ।
অন্যদিকে বসিরহাট লোকসভার সন্দেশখালিতে পুলিশের পোশাকে রাতভর বাইক বাহিনী দাপাদাপি করে বলে অভিযোগ । দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য রুখতে শেষে ঝাঁটা ও লাঠি হাতে রাতপাহাড়া দেয় সন্দেশখালির বেড়মজুরে কাঠপোল এলাকার মহিলারা । এই ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে গ্রামবাসীরা দাবি করেছেন যে বুথ দখলের লক্ষ্যেই পরিবারের পুরুষ সদস্যদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ভয় দেখানোর চেষ্টা করছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালি মহিলাদের বক্তব্যের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন । মহিলাদের বলতে শোনা গেছে, সিভিক ভলান্টিয়ারদের পোশাকে মুসলিম যুবকরা বাইকে চড়ে এসে গ্রামের পুরুষ সদস্যদের তুলে নিয়ে যাচ্ছিল । তখন তারা রুখে দাঁড়ান । মহিলারা জানিয়েছেন যে তারা তৃণমূলের বাইক বাহিনীকে কিছুতেই গ্রামে ঢুকতে দেবেন না । শুভেন্দু অধিকারী ভিডিওর শেয়ারের পাশাপাশি লিখেছেন,’নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালীকে দমন করার মরিয়া প্রচেষ্টা৷ চপল পরা সাধারণ পোশাকে পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা ভোটারদের বিশেষ করে মহিলাদের ভয় দেখানোর জন্য সন্দেশখালীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে৷ যাই হোল সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের বেরমজুর- ২ এলাকার ১৫৩ ও ১৫৪ নম্বর বুথের মহিলারা এর প্রতিরোধ করেছেন । বসিরহাট সংসদীয় কেন্দ্রের ভোটাররা আগামীকাল (প্রযুক্তিগতভাবে আজ) ভোট দেবেন। পুলিশ ক্ষমতাসীন দলের পক্ষে সাধ্যমত চেষ্টা করছে ।’ তিনি মুখ্য নির্বাচন কমিশনার ও স্পেশাল পুলিশ অবজার্ভার অনিল কুমার শর্মাকে ট্যাগ করেছেন।।