এইদিন ওয়েবডেস্ক,সন্দেশখালি,২৯ মার্চ : ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি এলাকা । আজ শুক্রবার সকালে পতাকা লাগানোকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে তৃণমূল ও আইএসএফ-এর মধ্যে । এদিনের সংঘর্ষের নেপথ্যেও সেই ‘শাহজাহান’ । তবে সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহান বর্তমানে জেলবন্দি । তাই আজকের সংঘর্ষের পিছনে ‘শেখ শাহজাহান’ নয়, বরঞ্চ ‘শাহজাহান মোল্লা’ নামে অন্য এক তৃণমূল নেতার নাম জড়িয়েছে ।
স্থানীয় সূত্রে খবর,আজ সকালে বেড়মজুর-১ অঞ্চলে দলীয় পতাকা লাগাচ্ছিলেন আইএসএএফ কর্মী- সমর্থকরা । সেই সময় দলবল নিয়ে তাদের উপর চড়াও হয় তৃণমূল নেতা শাহজাহান মোল্লা । শুরু হয়ে যায় তুমুল হাতাহাতি । তৃণমূল বাহিনীর মারধরের জেরে বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হয়েছে বলে জানা গেছে । তাঁদের উদ্ধার করে সরবেড়িয়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । তবে শুধু আইএসএফ নয়,এর আগে পতাকা লাগানোর অপরাধে বেড়মজুর-১ পঞ্চায়েতের মাদ্রাসা বুথ এলাকায় হাকাম মোল্লা নামে এক সিপিএম কর্মীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে শাহজাহান মোল্লা ও তার গুন্ডাবাহিনীর বিরুদ্ধে ।
প্রসঙ্গত,বসিরহাট লোকসভা কেন্দ্রটি মুসলিম অধ্যুষিত । এই এলাকায় ৫০ শতাংশের অধিক মুসলিম জনসংখ্যা রয়েছে ৷ শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর এলাকার হিন্দু সম্প্রদায় কার্যত এককাট্টা হয়ে বিজেপির দিকে ঝুঁকে গেছে । যেকারণে বসিরহাট লোকসভা জিততে মূলত মুসলিম জনগোষ্ঠীর উপর নির্ভর করতে হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে । এমতাবস্থায় আইএসএএফ ও সিপিএম যদি মুসলিম ভোটব্যাঙ্কে থাবা বসায় সেক্ষেত্রে বসিরহাটে তৃণমূলের পরাজয় শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞমহল । তাই তৃণমূল চাইছে না যে কোনো অবস্থাতেই আইএসএএফ ও সিপিএম বসিরহাটে সংগঠন বাড়াক ।।