প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৭ এপ্রিল : তৃণমূল পাঁচ থেকে ছয় হাজার ভোটে বিজয় প্রাপ্ত হবে ।শনিবার পঞ্চম দফার ভোটের দিন পুলিশের লোগো লাগানো এমন লিফলেট ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের কালনা বিধানসভা মুক্তারপুর এলাকায়।ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তর্জা ।
কালনার বিজেপি নেতা ধনঞ্জয় হালদার বলেন
,পুলিশের লোগো লাগানো ওই লিফলেটে লেখা রয়েছে, “কালনা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ৫ থেকে ৬ হাজার ভোটে বিজয় প্রাপ্ত হবে“।শনিবার ভোটের দিন সকালে এমনকি ভোটের আগের দিন রাতে তৃণমূলের লোকজন কালনার মুক্তারপুর এলাকার মানুষজনকে এমন লিফলেট বিলি করেছে বলে ধনঞ্জয় বাবু অভিযোগে বলেন ।
কালনার মহকুমা শাসক ও মহকুমা পুলিশ
আধিকারিককে অভিযোগ আকারে বিষয়টি জানানো হয়েছে বলে ধনঞ্জয় হালদার বলেন । ধনঞ্জয় বাবুর দাবি ,পায়ের তলায় মাটি সরে গিয়েছে বুঝে গিয়ে তৃণমূল এখন মিথ্যাভাবে পুলিশের লোগো লাগানো লিফলেট বিলি করে ভোট পাওয়ার কৌশলে নেমেছে। এটা তৃণমূলের রাজনৈতিক দেউলিয়া পনা ছাড়া আর কিছু নয় বলে কালনার বিজেপি নেতৃত্বের অভিযোগ।কালনার তৃণমূল প্রার্থী দেবপ্রাদ বাগ যদিও দাবি করেছেন ,বিজেপি লোকজন নিজেরাই এইসব করছে । আশলে পরিকল্পনা মাফিক এইসব করে বিজেপির লোকজন তৃণমূলের বদনাম করতে চাইছে।।