এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ মার্চ : একের পর দুর্নীতির জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়া আর সন্দেশখালি কাণ্ডের পর ব্যাকফুটে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । রাজ্যে যে একটা চাপা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে তা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞ মহল । বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুবই আত্মবিশ্বাসী দেখাচ্ছে । বুধবার নদীয়ার রানাঘাটে জনসভায় শুভেন্দু অধিকারী দাবি করেন যে ২০২৫ সালে তৃণমূল সরকারের পতনের সম্ভাবনা রয়েছে । আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাচূড়া শহিদ মিনারে কৃষক আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে শুভেন্দু বলেন,’এই বছরই ওদের শেষ, ২০২৫ সালে ওদের দেখতে পাবেন না আর ।’
শুধু শুভেন্দু অধিকারী নয়, আসন্ন লোকসভা নির্বাচনে এরাজ্যে তৃণমূলের সমর্থকদের জন্য হতাশাজনক ফলাফল অপেক্ষা করছে বলে ভবিষ্যৎবাণী করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর ।
বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হবে৷ তিনি বলেছেন,’বিজেপির পক্ষে বাংলায় চমকপ্রদ ফলাফলের জন্য প্রস্তুত হন । আমি জানি টিএমসি আমাকে বিজেপির এজেন্ট বলবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাংলায় বিজেপি একটি বিশাল প্রত্যাবর্তন করছে৷ সব দিক থেকেই টিএমসির থেকে ভাল ফলাফল করবে বিজেপি ৷’
সম্প্রতি একটি সর্বভারতীয় বৈদ্যুতিক চ্যানেল তাদের সমীক্ষায় জানিয়েছিল যে এরাজ্যে বিজেপি ৪২ শতাংশ এবং তৃণমূল কংগ্রেস ৪০ শতাংশ ভোট পেতে পারে । আসন নিরিখেও তৃণমূলের থেকে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে । এদিকে বিজেপি ৪২ এ ৪২ লক্ষ্য ও মাত্রা নিয়ে এবারে ভোটের ময়দানে নেমেছে । এবারের ভোটের দুই মূল ইস্যু বুধবার রানাঘাটের জনসভায় ঠিক করে দিয়েছেন শুভেন্দু । আর সেই দুই ইস্যু হল দুর্নীতি আর সন্দেশখালি কান্ড । শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি,গরু পাচার প্রভৃতি দুর্নীতিতে তৃণমূলের প্রথম সারির নেতারা এখন জেলে । ফলে লোকসভায় প্রার্থী বাছাই করতে গিয়েও হিমশিম খেতে হয়েছে মমতা ব্যানার্জিকে । সেই সঙ্গে প্রার্থী পছন্দ না হওয়া এবং টিকিট না পেয়ে দলের মধ্যে চাপা অসন্তোষ তো রয়েছেই । ব্যারাকপুরের অর্জুন সিংহের মতো নেতাদের ভোটের ঠিক মুখেই দল বদলে আরো চাপ বাড়িয়ে দিয়েছে । আর এই চাপকে কাজে লাগাচ্ছে রাজ্যের গেরুয়া শিবির । এখন ঘরে বাইরে চাপ কাটিয়ে মমতা ব্যানার্জি তার দল কতটা সাফল্য এনে দিতে পারে সেটাই লক্ষ্যনীয় ।।