প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২২ মার্চ : মারধোর করে বিজেপির বুথ সভাপতির মথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাত থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে । আক্রান্ত বিজেপির বুথ সভাপতি বিমল বাগ হামলার ঘটনার সবিস্তার উল্লেখ করে মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন।পুলিশ অভিযোগের তদন্ত শুরু করলেও এখনও কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি । তৃণমূল নেতৃত্ব যদিও ঘটনার দায় অস্বীকার করেছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগিয়েছে , আক্রান্ত বিমল বাগের বাড়ি মন্তেশ্বর গ্রামের উত্তরপাড়ায়।তিনি সেখানকার বুথের বিজেপির সভাপতি।পুলিশকে তিনি জানিয়েছেন ,“বিজেপি দল ছাড়ার জন্য বেশ কয়েকজন দীর্ঘদিন ঢরে তার উপরে চাপ সৃষ্টি করে চলেছে।সেইসব কে পাত্তা না দিয়ে তিনি
বিজেপি পার্টির কাজ করেযান । বিমল বাবুর অভিযোগ ,এরই বদলা নিতে রবিবার রাতের
অন্ধকারে তৃণমূলের কৃষ্ণ মাঝি,পলাশ মাঝি,রবি মাঝি,তরুণ মাঝি-রা বড় টর্চ লাইটে করে মেরে তাঁর মাথায় ফাটিয়ে দেয় “।
যদিও বিজেপির বুথ সভাপতির আনা অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা সুজিৎ ভট্টাচার্য। তিনি বলেন,‘ওই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।নিজেদের পারিবারিক ও সম্পত্তিগত বিবাদ জনিত কারণে এই ঘটনা ঘটেছে বলে তিনি খোঁজ নিয়ে জেনেছেন । এই সত্য আড়াল করতে বিমল বাগ ঘটনার সঙ্গে তৃণমূলের নাম জড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা পেতে হাসিল করতে চাইছেন ।’।