এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৫ মে : বিজেপিকে হারাতে আসরে নেমে পড়েছেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের দল । আর আসরে নেমেই সরাসরি টার্গেট করেছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামকে । তৃণমূলপন্থী বুদ্ধিজীবী অধ্যাপিকা অনন্যা চক্রবর্তীর কথায়, রাম কে ভগবান বলা হয়,কিন্তু তিনি তাকে মানুষ হিসেবেই মনে করেন না ।’ কারণ ব্যাখ্যা করে অনন্যা দেবী বলেন, যে নিজের স্ত্রী অন্তঃসত্ত্বা স্ত্রীকে জঙ্গলের ছেড়ে দিয়ে আসে সে আমার চোখে মানুষই নয় ।
বুদ্ধিজীবীদের একটা দল শনিবার কাটোয়ার সংহতিমঞ্চে একটা সভা করেছিলেন । ওই সভায় উপস্থিত ছিলেন সমীর পুততুণ্ড, অনন্যা চক্রবর্তী, শ্যামল মিত্র, চিত্রাভিনেতা বিভান ঘোষ সহ আরও কয়েকজন । “মোদী হটাও” শীর্ষক ওই সভার স্লোগান ছিল, ‘একুশে বাংলা জিতেছে, চব্বিশে ও বাংলা জিতবে, দেশ ও জিতবে’ । উপস্থিত বুদ্ধিজীবীরা মূলত তৃণমূলপন্থী বলেই পরিচিত । কিন্তু তারা তৃণমূলের কোন ফ্লাগ বা ফেস্টুন ছাড়াই সুনিপুণভাবে তৃণমূলের সমর্থনে প্রচার করে যান শনিবার । তবে সভায় অনন্য চক্রবর্তীর ভাষণ ঘিরে বিতর্কে সৃষ্টি হয়েছে এলাকায় । উল্লেখ্য, অনন্যা চক্রবর্তী রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন ছিলেন । যদিও বর্তমানে তাকে চেয়ারপার্সন পদ থেকে সরিয়ে উপদেষ্টার পদে নিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে ।
নিজের বক্তব্য রাখার সময় অনন্যা চক্রবর্তী ভগবান শ্রীরামকে নিয়ে রীতিমতো কটুক্তি করেন । তিনি বলেন, ‘এখানে খুব রাম রাম করে । কথায় কথায় রাম রাম করে । আমার তো রামকে নিয়ে খুব আপত্তি আছে । খুব অসুবিধা আছে। যে মানুষটা নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জঙ্গলে পরিত্যাগ করতে করে দিয়ে আসতে পারে তাকে আমি কেন ভগবান মানবো? তাকে আমি মানুষ বলেই মানবো না । যদি কোন মানুষ তার অন্তঃসত্তার স্ত্রীকে জঙ্গলে পরিত্যাগ করে দিয়ে আসে তাকে আমি মানুষ বলেই মনে করি না । আমার মনে হয় বাংলার মানুষ ও তাকে মানুষ বলে মনে করে না ।’ তার কথায়,’বাংলার ভগবান হলেন রাজা রামমোহন রায় । যিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন । রামকৃষ্ণ, যিনি স্ত্রী শিক্ষা চালু করেছিলেন। তারা হলেন ঈশ্বর ।’ এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে কটাক্ষ করে বলেন,’রামকে সেই মানুষই ভগবান বলবে যে নিজের স্ত্রীকে ত্যাগ করে ।’
অনন্যা চক্রবর্তীর বক্তব্য শুনুন 👇
যদিও ওই সমস্ত তৃণমূলপন্থী বুদ্ধিজীবীর দল সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার কথা না বললেও বিজেপির বিরুদ্ধে বিষ উগরে দেন এবং নরেন্দ্র মোদী তথা বিজেপির বিরুদ্ধে ভোটদানের আহ্বান জানান।।