এইদিন ওয়েবডেস্ক,মালদা,০১ ডিসেম্বর : আগামী কাল মঙ্গলবার মালদা জেলার ইংরেজবাজারের একটি মন্দিরের হনুমান মূর্তি উদ্বোধনের কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ তার আগেই মূর্তি উদ্বোধন ঘিরে লেগে গেল রাজনৈতিক রঙ । নিজেকে মন্দিরের “সেবাইত” দাবি করা তৃণমূল কর্মী সুজিত দাস বিরোধী দলনেতাকে দিয়ে মন্দির উদ্বোধনের বিরোধিতা করেছেন । অন্যদিকে মন্দির কমিটির সভাপতি ও স্থানীয় বিজেপি কর্মী অম্লান ভাদুরি সেবাইতদের বিরুদ্ধে কয়েক’শ বিঘা দেবোত্তর সম্পত্তি বিক্রি করে করে দেওয়ার অভিযোগ তুলেছেন । ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে ।
জানা গেছে,ইংরেজবাজার শহরের ফুলবাড়ী পাকুরতলা এলাকায় রয়েছে মা তারার ওই মন্দিরটি । মন্দিরটি চার শতাধিক বছরের প্রাচীন । মন্দিরটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবং মন্দিরের সংস্কার থেকে পুজো-আচ্চা ঠিকমত হত না বলে অভিযোগ । এরপর ২০০৮ সালে এলাকার বাসিন্দারা মন্দিরটি পরিচালনার জন্য একটা কমিটি তৈরি করে । তারাই মন্দিরটি এযাবৎ পরিচালনা করছে ।
অম্লান ভাদুরির অভিযোগ,মন্দিরের ট্রাস্টি কারা আছে জানি না । কারন মন্দিরের পরিচালনা করতে কোনো দিন তাদের উদ্যোগী হতে দেখা যায়নি । এমনকি আমাদের কাছে খবর আছে যে মন্দিরের নামে প্রচুর সম্পত্তি ছিল,প্রায় কয়েক’শ বিঘা৷ সেগুলো সম্ভবত ট্রাস্টিরা বিক্রি করে দিয়েছে এবং তারা আর মন্দির মুখো হয় না ।’
জানা গেছে,কমিটি গঠনের পর এলাকাবাসীর মধ্যে চাঁদা তুলে মন্দিরটির সংস্কার করা হয় । গতবছর মন্দিরের গেটের ছাদে একটি বৃহৎ আকৃতির হনুমান মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে । ওই মূর্তিটির উদ্বোধন করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর । তৃণমূল কর্মী সুজিত দাসের কথায়,’আমাদের পরিবার এই মন্দিরের সেবাইত । ওরা দেখাশোনা করুন তাতে কোন অসুবিধা নেই। কিন্তু ভোটের ঠিক আগে আমাদের পারিবারিক মন্দিরে শুভেন্দু অধিকারীকে এনে বিজেপি রাজনীতি করতে চাইছে।’ তার অঅভিযোগ, ‘আমি এর আগে অম্লান ভাদুরীর কাছে গিয়ে এনিয়ে কথা বলেছিলাম। কিন্তু তিনি গুরুত্ব দেননি। এই মন্দিরের সাথে অনেক মানুষ যুক্ত। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক। কোনদিনও এই মন্দিরে রাজনীতির রং লাগেনি। কিন্তু বিজেপি এটা লাগাতে চাইছে।’
যদিও শুভেন্দু অধিকারীকে মন্দির উদ্বোধনে শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে অম্লান ভাদুরী বলেন,’এলাকার বাসিন্দারাই আমন্ত্রণ জানিয়েছে,যাতে শুভেন্দু অধিকারী মূর্তিটি উদ্বোধনে আসেন । কারন একটাই, পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে একটা বিশ্বাসের জায়গা তৈরি করেছেন মাননীয় শুভেন্দু অধিকারী। তারা মনে করছেন যে শুভেন্দু অধিকারীর দ্বারা হিন্দু ধর্মের কোন ক্ষতি হবে না । হিন্দু ধর্মের রক্ষায় লড়াই করার জন্য শুভেন্দু অধিকারী একটা বিশ্বাসের জায়গা তৈরি করেছে । স্বাভাবিক পাবি মানুষ তাকে চেয়েছে ।’এটা রাজনীতির কোন বিষয় নেই এটি নিছক একটি ধর্মীয় অনুষ্ঠান বলেও মন্তব্য করেছেন তিনি ।
অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সীও মনে করছেন যে শুভেন্দু অধিকারীর মূর্তির উদ্বোধন করতে যাওয়া উচিত নয় । এই বিষয়ে তিনি বলেছেন, ‘যে জায়গা নিয়ে বিতর্ক হচ্ছে সেদিকে বিরোধী দলনেতা না যাওয়া উচিত। তিনি মন্দিরে পূজা-অর্চনা করতেই পারেন। তাতে কারুর কোন আপত্তি থাকবে না। কিন্তু এখানে রাজনীতি আসছে। আর সে কারণেই মানুষ এই রাজনীতি করনের প্রতিবাদ করছে। তৃণমূল এই প্রতিবাদী মানুষের সাথে আছে।’।

