এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৭ জুলাই : মুর্শিদাবাদ জেলার সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক কর্তব্যরত নার্সকে সপাটে চড় মারার অভিযোগ উঠল সালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজিয়া বিবির বিরুদ্ধে । ওই নার্সকে এতটা জোরে চর মারা হয় যে তার নাকের হাড় ভেঙে যায় । গুরুতর আহত ওই নার্সকে হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিতভাবে জানানো হলেও গ্রেফতারি তো দুরের কথা মঙ্গলবার পর্যন্ত এফআইআর কপি দেওয়া হয়নি বলে অভিযোগ নার্স ইউনিটের সম্পাদক বিভা মাইতির । এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন ।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে প্রতিক্রিয়ায় লিখেছেন,’তৃণমূলের দাদাগিরি চলছেই ! এবার মুর্শিদাবাদে কর্তব্যরত নার্সকে কষিয়ে চড় মারলেন সালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজিয়া বিবি। শনিবার রাতে সালার গ্রাম পঞ্চায়েতের এই তৃণমূল প্রধান তাঁর অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। সেই সময় কর্তব্যরত এক নার্সকে সপাটে চড় মারেন এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বাংলা জুড়ে চলছে তৃণমূলের অরাজকতা, অপশাসন, বলির পাঁঠা হচ্ছে বাংলার মানুষ !’
জানা গেছে,শনিবার রাতের ঘটনার পর রবিবার সকাল থেকে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নার্স সহ সব বাকি স্বাস্থ্য কাজ কর্মীরা । তারা অভিযুক্ত পঞ্চায়েত প্রধানকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান । কিন্তু ঘটনার বাহাত্তর ঘণ্টা পরেও অভিযুক্ত প্রধানকে গ্রেফতারের বিষয়ে পুলিশের মধ্যে কোন আগ্রহ দেখা যায়নি বলে অভিযোগ । এদিকে ঘটনার পর থেকে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন আক্রান্ত নার্স । আক্রান্ত নার্সের অন্যত্র বদলি করে এবং সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত বাকি নার্সদের নিরাপত্তার দাবি তুলেছে হাসপাতালের নার্স ইউনিট ।।