এইদিন ওয়েবডেস্ক,ব্যারাকপুর,১২ মে : সন্দেশখালি কাণ্ডে তৃণমূলের তরফ থেকে একের পর এক ভিডিও ভাইরাল করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । তৃণমূল দাবি করছে যে শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে ওঠা ধর্ষণ বা গণধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা । আজ বারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সমর্থনে জনসভায় ভাষণ দিতে গিয়ে সন্দেশখালি কান্ডের তৃণমূল কংগ্রেসকে কার্যত তুলোধুনো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রীর অভিযোগ যে ‘সন্দেশখালী কান্ডে তৃণমূল একটা নতুন খেলা শুরু করেছে এবং শাহজাহান শেখকে ক্লিনচিট দেওয়ার চেষ্টা করছে।’
সন্দেশখালি কান্ডে নরেন্দ্র মোদী বলেছেন, ‘তৃণমূল সরকারের কু শাসনের বড় প্রভাব পড়েছে এরাজ্যে আমাদের মা বোনেদের উপর । এখানকার তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের অবস্থা সব থেকে খারাপ৷ সন্দেশখালিতে কি হচ্ছে তা গোটা দেশ দেখছে । সন্দেশখালীর অপরাধীদের প্রথমে টিএমসি বাঁচিয়েছিল, এখন টিএমসি একটা নতুন খেলা শুরু করেছে । তৃণমূলের গুন্ডারা সন্দেশখালির বোনেদের ভয় দেখাচ্ছে,ধমকাচ্ছে । শুধু এই কারণে যে অত্যাচারীর নাম শাহজাহান শেখ । ওর ঘর থেকে বোম বন্দুক পাওয়া যাচ্ছে ৷ কিন্তু ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য তৃণমূলকে ক্লিনচিট দেওয়ার চেষ্টা করছে ।’
দুর্নীতি কান্ডেও তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী । তিনি বলেছেন, ‘তৃণমূল কত বড় ভ্রষ্টাচারি পার্টি তার আর একটা উদাহরণ হল শিক্ষক নিয়োগ দুর্নীতি । শিক্ষক নিয়োগে রাজ্য সরকার রেট কার্ড তৈরি করেছিল । প্রকাশ্য বাজারে এই রেট কার্ড বিক্রি করা হচ্ছিল । এখানে পদের নিলাম হত । শুধু তাই নয়, এই দুর্নীতিতে ও এম আর সিট পর্যন্ত চালানো হয়েছিল । ভুয়ো ইন্টারভিউ নেওয়া হয়েছিল । আদালত পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল যে এই দুর্নীতির কিছু সরকারি মেশিনার হাত আছে । তৃণমূল বাংলার এই হাল করে রেখে দিয়েছে ।’
প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন,’বাংলায় হওয়া এই লুটতরাজের প্রতিটা হিসাব নেবে মোদী । এইযে নোটের পাহাড় বেরিয়ে আসছে, সেই নোটের পাহাড়ের মালিকদের ছাড়া হবে না । একজনও দুর্নীতিগ্রস্ত বাঁচবেনা।’ পাশাপাশি তিনি প্রতারিত চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করে বলেছেন, ‘প্রতারিতরা যাতে টাকা ফেরত পায় তার জন্য মোদি আইনি রাস্তা খুঁজছে ।’।