প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৫ এপ্রিল : পঞ্চম দফায় শনিবার পূর্ব বর্ধমান জেলায় হবে প্রথম পর্বের ভোট।এদিন জেলার ৮ টি বিধানসভা আশনে ভোট গ্রহন হবে। আশন গুলি হল বর্ধমান উত্তর ,বর্ধমান দক্ষিন ,মেমারি ,রায়না জামালপুর ,খণ্ডঘোষ ,মন্তেশ্বর ও কালনা । ভোট পক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য অতি সতর্ক নির্বাচন কমিশন।পঞ্চম দফার ভোট পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করাটাই কমিশনের কাছে চ্যালেঞ্জের ।ভোটের সময়ে পূর্ব বর্ধমানের কোথাও যাতে সামান্য গোলমালের ঘটনা না ঘটে তার জন্য জেলা পুলিশও অতিমাত্রায় সতর্ক ।
রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমান জেলাকে এক সময়ে বলা হত বামেদের দূর্গ। কিন্তু ২০১১ সালে রাজ্য রাজনীতিতে পালা বদলের পর সেই দূর্গ ভেঙে গুড়িয়ে যায়।তার পরথেকে জেলার গ্রাম গ্রামান্তর ,শহর মফশ্বল সব জায়গা থেকে কাস্তে হাতুড়ি তারা কার্যত বিলিন হয়ে যায়।সেই জায়গার দখল নেয় ঘাস ফুল। এরপর থেকে প্রায় ৮ বছর এই জেলায় কোনও বিরোধী দল তাদের অস্তিত্ব টুকু সেইভাবে জানান দিতে পারেনি।কিন্তু পরিস্থিতির বদল ঘটেযায় ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর থেকে।
গত লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে পদ্ম ফোটে ।তবে বর্ধমান পূর্ব লোকসভা আসনে ঘাস ফুলের আধীপত্য বজায় থাকলেও তা বেশী দিন টেকে নি।বর্ধমান পূর্ব লোকসভা আসনে তৃণমূলের প্রতীকে লড়ে জয়ী হওয়া সাংসদ সুনীল মণ্ডল ২০২১বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগ দিয়েদেন ।তার পর থেকেই ঘাস ফুলের দূর্গে থাবা বসায় পদ্ম শিবির ।
পঞ্চম দফায় পূর্ব বর্ধমান জেলায় যে ৮টি বিধানসভা আসনে নির্বাচন হচ্ছে তার মধ্যে ৭ টি আসনেই গত বার জিতেছিল তৃণমূল। শুধু মাত্র জামালপুর বিধানসভা আশনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে বামেরাএবারের বিধানসভা নির্বাচনে দূর্গ দখলে রাখাটাই তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জের। জেলার ৪০ লক্ষাধীক ভোটার ঠিক করবেন পূর্ব বর্ধমান ঘাসফুলের দূর্গো হয়েই থাকবে,না কি এই জেলা পদ্ম শিবির দখলে চলে যাবে । যার উত্তরের জন্য ২ মে পর্যন্ত সবাইকে অপেক্ষায় থাকতে হবে।
২০১৬ বিধানসভা নির্বাচনে অবিভক্ত বর্ধমান জেলায় ভোটার সংখ্যা ছিল ৫৬,৭২,৭৩০ জন । তারমধ্যে পুরুষ ভোটার ছিল ২৯,৫৮,৭৪৮ জন এবং মহিলা ভোটার ছিল ২৭,৩৮,১৪১ জন ।সেবার বর্ধমান জেলায় ২৫ টি বিধানসভা
আসনের মধ্যে তৃণমূল প্রার্থীরা ১৯ টি আসনে জয়ী হয় ।আর বামেরা ৫টি আসনে ও কংগ্রেস
১টি আসনে জয়ী হয় । বিজেপি সেবার খাতা খুলতে পারে নি। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান জেলা ভাগ হয় । তার পর এবার ২০২১ বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার ১৬টি বিধানসভা আসন মিলিয়ে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪০,৩৫,৪২৪জন । তার মধ্যে পুরুষ ভোটার ২০,৪৭,৯২৪ জন আর মহিলা ভোটার ১৯,৮৭,৪১৫ জন ।
শনিবার জেলার ৮ টি বিধানসভার ২৮১০ টি বুথে হবে ভোট গ্রহন। সব বুথকেই স্পর্শকাতর ঘোষনা করা হয়েছে । ভোট পক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য থাকছে ১৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৫২০০ জন পুলিশ কর্মী । এছাড়াও ’কুইক রেসপন্স টিমে’ (কিউআরটি) ১৫০ জনকে রাখা হয়েছে । প্রতিটি পঞ্চায়েত এলাকায় ২ টি করে এবং শহরাঞ্চলে ২টি ওয়ার্ড পিছু একটি করে ‘কুইক রেসপন্স টিম’ তৈরি করা হয়েছে। প্রতিটি কুইক রেসপন্স টিমে থাকবে ১ সেকশন করে আধা সামরিক বাহিনী । কোথাও কোনও গোলমালের খবর পাওয়ার ১০–১৫ মিনিটের মধ্যে কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌছে যাবে। কমিশন
সূত্রে খবর প্রতিটি বিধানসভা এলাকাকে ছোট ছোট এলাকায় ভাগ করা হয়েছে। যার মাথায় থাকবেন ‘ডিএসপি’ পদমর্যাদার আধিকারিক।
কমিশন পঞ্চম দফার ভোট কতটা অবাধ ও শান্তিপূর্ণ ভাবে করাতে পারলেন তা শনিবার ভোট শুরুর পরেই পরিস্কার হয়ে যবে বলে মত ভোটারদের ।।