এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৯ মার্চ : তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি দলের নেতাদের ‘মিলেমিশে’ থাকার নির্দেশ দিয়েছিলেন । কিন্তু দলনেত্রীর সেই নির্দেশের তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট পুরসভায় । পুরসভার তৃণমূল কাউন্সিলদের মধ্যে কিছুতেই আর মতবিরোধ মিটছে না ।
গোষ্ঠী কোন্দল এমন পর্যায়ে পৌঁছে গেছে যাতে পুরসভার কাজকর্ম আর আদপেই চলবে কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে ৷ কারন মঙ্গলবার দাঁইহাট পুরসভার চেয়ারম্যান প্রদীপ রায়ের বিরুদ্ধে মঙ্গলবার অনাস্থা প্রস্তাব জমা দিলেন দলের ১১ জন কাউন্সিলর। পুরসভার ভাইস চেয়ারম্যান অজিত বন্দোপাধ্যায় সহ ১১ জন কাউন্সিলর পুরসভার এক্সিকিউটিভ অফিসারের হাতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন।পুরসভার মোট ১৪ জন কাউন্সিলর রয়েছেন । ফলে প্রদীপ রায়ের অপসারণ শুধু সময়ের অপেক্ষা । এই বিষয়ে প্রদীপবাবু বলেছেন,’দল যা নির্দেশ দেবে সেটাই আমি মেনে নেব৷’ পাশাপাশি তিনি দলীয় কাউন্সিলরদের একাংশের বিরুদ্ধে অসহযোগিতা ও উন্নয়নমূলক কাজকর্ম ব্যাহত করার অভিযোগ তুলেছেন ।
১৪ ওয়ার্ড বিশিষ্ট দাঁইহাট পুরসভার বোর্ড বিরোধীশূন্য । ২০২২ সালের ফ্রেবুয়ারি মাসের নির্বাচনে সবকটি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস । চেয়ারম্যান হন শিশির মণ্ডল। কিন্তু এক তরুণীর সঙ্গে তার অশ্লীল কথোপকথনের অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে চরম অস্বস্তিতে পড়ে দল । শেষ পর্যন্ত তৃণমূল নেতৃত্ব তাকে সরাতে বাধ্য হয় । তারপর ওই বছর নভেম্বর মাস থেকে চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন প্রদীপ রায়। কিন্তু তাকে মেনে নিতে পারেননি তৃণমূল কাউন্সিলরদের সিংহভাগ অংশ । তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই ভাইস চেয়ারম্যান অজিত বন্দোপাধ্যায় সহ ১১ কাউন্সিলর তাকে সরানোর দাবিতে সোচ্চার হয়ে ওঠেন । অবশেষ মঙ্গলবার তারা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন । এখন দাঁইহাট পুরসভার ভাগ্য কোন দিকে মোড় নেয় সেটাই লক্ষ্যনীয় ।।