এইদিন ওয়েবডেস্ক,রতুয়া(মালদা),২৭ ডিসেম্বর : শাসকদল তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির ছেলে বাবু বক্সির বিরুদ্ধে হাটের জমি জবরদখল করে ইঁটের প্রাচীর নির্মানের অভিযোগ উঠল । তারই প্রতিবাদে সোমবার সকাল থেকে রতুয়া হাই মাদ্রাসার সামনে মালদা হরিশচন্দ্রপুর রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন রতুয়া দৈনিক হাটখোলা বাজার সমিতির ব্যবসায়ী এবং স্থানীয় গ্রামবাসীরা । অবিলম্বে ওই অবৈধ নির্মান ভেঙে ফেলার দাবি তোলেন আন্দোলনকারীরা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে রতুয়া থানার পুলিশ । শেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,রতুয়া দৈনিক হাটখোলা বাজারের বেশ কিছু ব্যাবসায়ী শব্জি বিক্রি করেন । এছাড়া আরও কিছু দোকানপাটও রয়েছে সেখানে । স্থানীয় বাসিন্দা সেখ আলম চৌধুরী বলেন, ‘ রতুয়া মৌজায় ও ৯৯ দাগের উপর হাটখোলা বাজারের জায়গাটি আরএস খতিয়ান অনুযায়ী সরকারি জায়গা অর্থাৎ ১ নম্বর খতিয়ানভুক্ত । আমাদের জন্মের আগে থেকে সেখানে বাজার বসে আসছে । কিন্তু গত ১১ ডিসেম্বর দেখা যায় ওই জায়গার মধ্যে প্রায় ৯ শতক জায়গা দখল করে নির্মান কাজ করতে শুরু করেছেন আব্দুল রহিম বক্সির ছেলে বাবু বক্সি । স্থানীয়রা কারন জিজ্ঞাসা করলে বাবু জানায় সে নিজের জায়গাই প্রাচীর দিয়ে ঘিরছে । পরের দিন থানায় এনিয়ে অভিযোগ করা হয় । কিন্তু পুলিশ এযাবৎ কোনও ব্যাবস্থা নেয়নি । এরপর বিডিও, ভূমি দপ্তরের কাছে ব্যাবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি । কিন্তু কেউ কোনও সাড়াশব্দ দেননি । এমন কি জেলাশাসক ও পুলিশ সুপারকে জানিয়েও কোনও সুরাহা হয়নি । তাই রাজনৈতিক ক্ষমতার অপব্যাবহার করে আব্দুল রহিম বক্সির এই সমস্ত অন্যায়ের প্রতিবাদে আজ আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি ।’
স্থানীয় মহিলা সাহেবা আজমি বলেন, ‘শুধু ছেলে নয়, বাবাও নিজের ক্ষমতার অপব্যাবহার করে বহু বেআইনি কাজকর্ম করে রেখেছেন । রতুয়া স্ট্যান্ডে সেখ আলম চৌধুরীদের পৈতৃক জায়গা ছিল । বহু কাল আগে সেটি সরকার অধিগ্রহন করেছিল । কিন্তু তার জন্য কোনও ক্ষতিপূরণ পাননি চৌধুরী সাহেবরা । সেই হিসাবে জায়গাটি চৌধুরী সাহেবদের ফিরে পাওয়ার কথা । কিন্তু তাঁরা জায়গা ফিরে পাননি । এখন ওই জায়গাটি আব্দুল রহিম বক্সি নিজের স্ত্রীর নামে রেকর্ড করে নিয়েছেন । তার উপর বিল্ডিংও তুলে ফেলেছেন । সেখানে একটি এনজিও খোলার নাম করে মানুষের চোখে ধুলো দিচ্ছেন । কারন ওখানে এনজিওর কোনও কাজকর্মই হয় না । এইভাবে চাঁচলেও সরকারি জায়গা দখল করে রেখেছেন রহিম বক্সি ।’
অন্যদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি । দৈনিক হাটখোলা বাজারের জায়গা দখল করে নির্মানের অভিযোগ নিয়ে জানতে তাঁকে ফোন করা হলে জানান,এখানে দলের কোনো সম্পর্ক নেই। হাটখোলা বাজারে তাঁর পুত্রবধুর নামে কিছুটা জায়গা রেকর্ড রয়েছে । তাই দখল করার কোনও প্রশ্নই ওঠে না । উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে ।।