এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৫ ফেব্রুয়ারী : শুক্রবার থেকে পুর নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । আর প্রার্থী তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় চলছে অসন্তোষ । টিকিট না পেয়ে তৃণমূলের অনেক বিদায়ী কাউন্সিলারকে ক্ষোভে দুঃখে হাউহাউ করে কাঁদতে পর্যন্ত দেখা যাচ্ছে । সেই সঙ্গে রয়েছে দলত্যাগের প্রচ্ছন্ন হুমকি । বাদ নেই বাঁকুড়াও । প্রার্থী বদলের দাবিতে শনিবার টায়ার জ্বালিয়ে সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাঁকুড়া লালবাজারের তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ ।
শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই বাঁকুড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা । গতকাল রাতে জেলা তৃণমূল পাটি অফিসে জেলা সভাপতিকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখানো হয় । শনিবারেও তার রেশ দেখা গেল জেলায় ।
বাঁকুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে এদিন সকাল থেকে বাঁকুড়া লালবাজার এলাকায় সড়ক পথে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ । প্রার্থী বদল না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি পর্যন্ত দিয়েছেন । এদিকে তৃণমূলের পথ অবরোধের জেরে বেশ কিছুক্ষন যানজটের সৃষ্টি হয় । ফলে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে ।।