দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৮ মে : চাকরির নামে প্রতারণার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ঝিলু ২ পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সেখ হেকমত আলীকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের বাড়ি মঙ্গলকোট থানার নোয়াপাড়া গ্রামে । মঙ্গলবার রাতে পুলিশ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে । বুধবার ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ।
বীরভূম জেলার কীর্ণাহার থানার সারডাঙ্গা (Sardanga) গ্রামের বাসিন্দা মহম্মদ বদরুদ্দোজা (Md Badruddoja) নামে এক ব্যক্তি মঙ্গলবার বেলার দিকে হেকমত আলীর বিরুদ্ধে মঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানান,হেকমত আলী সম্পর্কে তাঁর বেয়াই হন । ২০১৮ সালের ৮ নভেম্বর তারিখে হেকমত আলীর মেয়ের সাথে তাঁর ছেলে মহম্মদ গোলাম জামিমের রেজিস্ট্রি বিবাহ হয়েছিল । বিয়ের পরই তাঁর ছেলেকে প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিল হেকমত । এমনকি বেআইয়ের কথামত অর্থের বিনিময়ে সরকারি চাকরি পেতে ইচ্ছুক কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগও করে দিয়েছিলেন ।
মহম্মদ বদরুদ্দোজার অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কথা বলে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকরি দেওয়ার নামে ২০১৯ সালের ২৪ জুলাই থেকে ওই বছরের নভেম্বরের ২৯ তারিখ পর্যন্ত তাঁর ছেলেসহ ১২ জনের কাছ থেকে প্রায় ৮২,৯০,০০০ টাকা তুলেছে হেকমত আলী । কিন্তু পরে বুঝতে পারেন তাঁদের সকলকেই প্রতারিত করেছে তৃণমূলের উপপ্রধান হেকমত ।
এদিকে মঙ্গলবার অভিযোগ পেতেই ওইদিন রাতেই অভিযুক্তকে পাকড়াও করে মঙ্গলকোট থানার পুলিশ । এদিন আদালতে তোলা হয় । মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেস বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, ‘আইন আইনের পথেই চলবে । তবে হেকমত আলীকে ইতিপূর্বে একাধিকবার সতর্ক করে দেওয়া হয়েছিল । তাঁকে পার্টি অফিসে ঢুকে দেওয়া হত না । পঞ্চায়েত কার্যালয়েও যেত না ।’।