এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,১০ জুন : উত্তর ২৪ পরগণা জেলার পানিহাটির পুরসভার এক মহিলা কাউন্সিল ও এক তরুনীর তুমুল মারপিটের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । বিশেষ করে বিজেপি ও বিজেপি নেতারা মূলত সেই ভিডিও শেয়ার করছে । ওয়েস্ট বেঙ্গল বিজেপির শেয়ার করা ভিডিও বিজেপি নেতা ও কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ শেয়ার করেছেন ফেসবুকে । সেখানে লেখা হয়েছে,’দুই মহিলার সংঘাত শুধু নয় এটা, ছবিতে যে দুই মহিলাকে দেখছেন তার মধ্যে সাদা সালোয়ার যিনি পড়ে আছেন তিনি পানিহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলী পৌরমাতা শ্রাবন্তী রায় l দেখুন কেমন জনপ্রতিনিধি নির্বাচন করেছি আমরা l মানুষ কিন্তু রুখে দাড়াচ্ছে এই ছবিটা তারই প্রমাণ, আপনি কাউন্সিলর বলে চোখ রাঙ্গাবেন মানুষ আপনাকে ছেড়ে দেবে সেদিন আর নেই ল এই ছবিটা ছত্রে ছত্রে সেই কথা বলছে। ঠিক এরকম করেই সব মা-বোনেরা রুখে দাঁড়ান এদের আর ভারতবর্ষের মানচিত্রে খুঁজে পাবেন না ।’
ভিডিওতে কাউন্সিল শ্রাবন্তী রায়কে একজন তরুণীর সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় । তরুণী আঙ্গুল উঁচিয়ে বলেন,’এই কি হয়েছে রে ? কার গায়ে হাত তুলছিস তুই ?’ এরপর কাউন্সিলর তরুণীকে এক চড় মারেন । তরুণী পাল্টা একটা লাথি কষিয়ে দেন কাউন্সিলরকে । এরপর কাউন্সিলর মেয়েটির টি শার্টের বুকের অংশ ধরে ফেলেন । শুরু হয় দুজনার মধ্যে মারপিট । পাশ থেকে কোন এক পুরুষকে বলতে শোনা যায়, ‘এগুলো কি হচ্ছে ? আপনারা ভদ্র ঘরের হয়েও এসব কেন করছেন?’ কিন্তু তাতেও মারপিট বন্ধ হয়নি । ইতিমধ্যে কাউন্সিলর তরুণী চুল টিপে ধরেন । তরুণীও পাল্টা কাউন্সিলারের চুল ধরে ফেলেন । শুরু হয় ধস্তাধস্তি । পাশের দুজন পুরুষ তাদের ছাড়ানোর চেষ্টা করেন । কিন্তু তারা ব্যর্থ হন । একজন যুবক কাউন্সিলরকে অনুরোধ করে বলেন, ‘ছাড়ুন ছাড়ুন’ । কিন্তু কে শোনে কার কথা । দুই মহিলার মধ্যে চলে ধস্তাধস্তি।
পাশ থেকে অন্য একজন ব্যক্তিকএ কাউন্সিলরের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘আপনি তো বয়স্ক মানুষ । আপনি অন্তত ছাড়ুন । হ্যাঁ, আপনি প্রথমে গায়ে হাত দিয়েছেন। মুখে কথা না বলে আপনি কিভাবে একজনের গায়ে হাত দিতে পারেন ? এত বয়স্ক মানুষ হওয়া সত্ত্বেও এত রাগ কিসের আপনার?’ এরই মাঝে কাউন্সিলর তরুণীকে রাস্তায় ফেলে তার ওপর চেপে বসেন । কয়েক সেকেন্ডের মধ্যে তরুণী কাউন্সিলরকে ঘুরিয়ে রাস্তায় ফেলে দিয়ে ব্যাপক পিটিয়ে দেন । তারই মাঝে আশপাশে কোথাও টহল দেওয়া এক পুলিশ কর্মীকে কেউ গিয়ে খবর দিলে ওই পুলিশকর্মী আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয় । দেখুন ভিডিও 👇
জানা গেছে, ঘটনাটি সোমবারের । তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায় পানিহাটি মহোৎসবতলা ঘাট থেকে বাইকে চেপে যাচ্ছিলেন । সেই সময় এক তরুনী স্কুটি চড়ে যাচ্ছিলে ৷ তরুনী নিয়ন্ত্রণ হারিয়ে শ্রাবন্তী রায়ের বাইকে ধাক্কা দিলে দু’জনের মধ্যে বচসা শুরু হয় । কিন্তু কাউন্সিলর তরুনীকে থাপ্পড় মেরে চুল টেনে ধরলে দু’জনের মধ্যে তুমুল মারপিট শুরু হয়ে যায় । কেউ সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে ভাইরাল হয়ে যায় ।।

