এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০২ সেপ্টেম্বর : টাকা খেয়ে এসএসসির শিক্ষক নিয়োগ করেছিল দলের একাংশের নেতারা,আর তাদের সেই অপরাধের জন্য কান ধরে ওঠবস করে ক্ষমা চাইলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি। নিজের ফেসবুক পেজে সেই ভিডিও শেয়ার করেছেন তিনি । যেটি বর্তমানে ভাইরাল হয়েছে ৷ ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘আমি দুঃখিত ও লজ্জিত । আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতারা টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছেন, যারা একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব… তারা মুখ না খোলায় । তাদের জন্য মানুষের সামনে আমি কান ধরে উঠবস করছি।’
জানা গেছে, সম্প্রতি শুভেন্দু অধিকারীকে ২০১৬ সালের প্যানেলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার “মাস্টারমাইন্ড” বলে অভিহিত করেছিলেন তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি। যে কারণে দলের অভ্যন্তরেই তাকে প্রবল চাপের মুখে পড়তে হয় ।
এছাড়া পৌরসভার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের বকেয়া ট্যাক্স নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন পার্থসারথি মাইতি । এনিয়ে জেলা সভাপতির সাথে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বাক্য যুদ্ধ । একের পর এক পোস্ট ও পালটা পোস্ট করেন দুই তৃণমূল নেতা । এরপর থেকে তার উপরে নানা ভাবে চাপ ও হুমকি আসা শুরু হয় বলে অভিযোগ । এমনকি তিনি প্রাণনাশেরও আশঙ্কা প্রকাশ করেছিলেন । আর দলের নেতাদের শিক্ষা দিতেই তিনি কান ধরে ওঠবস করে মানুষের কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি গ্রহণ করেছেন বলে মনে করা হচ্ছে ।
দেখুন ভিডিও 👇
প্রসঙ্গত,পূর্ব মেদিনীপুর জেলায় একের পর এক সমবায়ের দখল নিচ্ছে বিজেপি । এমতবস্থায় তমলুক পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতির কান ধরে ওঠবসের ভিডিও প্রকাশ হল জেলায় তৃণমূলের অভ্যন্তরে কোন্দলের বহিঃপ্রকাশ । যা ২০২৬ সালের বিধানসভার ভোটের আগে দলে শীর্ষ নেতৃত্বকে চিন্তায় ফেলে দিয়েছে ।।