এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২৫ আগস্ট : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকার সমবায়ে খাতাই খুলতে পারল না তৃণমূল । রবিবার নন্দীগ্রাম ২ নং ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ-এর পরিচালক মণ্ডলীর ভোট হয় । মোট ১২ টি আসনের মধ্যে ১২ টিতেই জয়লাভ করেছে বিজেপি । ফলাফল ঘোষণার পর স্লোগান এবং পাল্টা স্লোগানকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের হাতাহাতিতে ব্যাপক উত্তেজনায় ছড়িয়ে পড়ে । যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । স্থানীয় বিজেপি নেতাদের কথায়, এই নির্বাচন বিজেপি বনাম তৃণমূল ছিল না। বরঞ্চ এই নির্বাচন ছিল বিজেপি বনাম নন্দীগ্রাম থানার আইসির মধ্যে । শুভেন্দু অধিকারী এই জয়ের পর দলের জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছিলেন, ‘চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন। রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই।’
জানা গেছে, আদালতে মামলা চলার কারণে ২০১৬ সাল থেকে এই সমবায়ের নির্বাচন হয়নি । প্রশাসকের মাধ্যমে সমবায় পরিচালিত হচ্ছিল । সম্প্রতি আদালত ওই সমবায় নির্বাচন করার নির্দেশ দেয় । তারপরেই বিজেপি এবং তৃণমূল জোর কদমে প্রচারে নেমে পড়ে । দুই দলের তরফ থেকে সবকটি আসনে প্রার্থী দেওয়া হয়েছিল । রবিবার ভোটগ্রহণ হয় । ফলাফল ঘোষণার পর দেখা যায় যে সব কটি আসনে জয়লাভ করেছে বিজেপি । কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল সমবায়ে ।
বিজেপির ব্লক সভাপতি করেছেন, এই সমবায়ের নির্বাচন তৃণমূল বনাম বিজেপি ছিল না । আসলে এই লড়াই ছিল বিজেপি বনাম থানার আইসির মধ্যে । আইসিকে আমরা হারিয়েছি এটাই আমাদের বড় জয় । কারণ নন্দীগ্রামের আইসি তৃণমূলের দলদাস থেকে ক্রীতদাস হয়ে কাজ করছেন । নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী উনি নির্দিষ্ট জায়গায় নির্বাচন করেননি । তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বরাচিরা হাইস্কুলে ভোট করিয়েছিলেন । আমরা বলেছিলাম যে যদি আপনি থানাতেও নির্বাচন করেন তাহলে নন্দীগ্রামের রাষ্ট্রবাদী মানুষ বিজেপিকে ভোট দেবে । আজকের ভোটের ফলাফলের পর সেটাই প্রমাণিত হলো ।’ অন্যদিকে হতাশ তৃণমূল সন্ত্রাসের গল্প শুনিয়েছেন ।।