জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,পূর্ব বর্ধমান,০২ এপ্রিল : গত দু’বছর ধরে গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে এই রাজ্যেও অফলাইনে পড়াশোনা বা পরীক্ষা কার্যত বন্ধ। করোনার দাপট কমার সঙ্গে সঙ্গে শ্রেণি কক্ষের পড়াশোনা শুরু হলেও সময়ের অভাবে ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীরা সেই সুযোগ থেকে ছিল বঞ্চিত। অথচ ২ রা এপ্রিল থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । মাধ্যমিক পরীক্ষার মত এবারও পরীক্ষার্থীদের সাহায্যার্থে এগিয়ে এল পূর্ব বর্ধমান জেলার গলসী ও আউসগ্রাম তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ।
গলসী ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজন মণ্ডল, ব্লক যুব সভাপতি হেমন্ত পাল, জয়হিন্দ বাহিনীর সভাপতি গুল মহঃ মোল্লা ও ব্লক যুব নেতা চন্দন দত্তের উদ্যোগে গলসী ২ নং ব্লকের কুলগরিয়া হাইমাদ্রাসা উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি উচ্চ বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের হাতে কলম ও জলের বোতল তুলে দেওয়া হয়। ব্লক তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগে অভিভাবকরা খুব খুশি।
সুজন বাবু বলেন,’প্রায় দু’বছর শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ ছিল। এই পরিস্থিতিতে আমাদের বাড়ির সন্তানরা পরীক্ষা দিচ্ছে। তাই আমরা ওদের সাফল্য কামনা করে ওদের পাশে দাঁড়িয়েছি। এটা আমাদের নৈতিক কর্তব্য। আগামী দিনে আমরা আমাদের ব্লকের প্রতিটি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পাশে দাঁড়াব।’
অন্যদিকে পরীক্ষার প্রথম দিন গুসকরা শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গুসকরা পিপি ইনস্টিটিউশনসহ শহরের বিভিন্ন বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ দিয়ে সম্বর্ধিত করা হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় জলের বোতল ও কলম।
পরীক্ষার্থীদের পাশে উপস্থিত ছিলেন গুসকরা পৌরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী, ভাইস চেয়ারম্যান বেলি বেগম, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত শ্যাম, গুসকরা মহাবিদ্যালয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র পাঁজা, গুসকরা শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌম্যদীপ চ্যাটার্জ্জী সহ গুসকরা মহাবিদ্যালয় ও গুসকরা শহর তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য সদস্যরা ।
শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কুশল বাবু বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। আশাকরি আগামী দিনেও ওরা পরীক্ষার্থীদের পাশে থাকবে ।’।