এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১১ জানুয়ারী : শনিবার পূর্ব মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় শুভেন্দু অধিকারী উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ পুরুলিয়ার পাড়া বিধানসভার মৌতড় ফুটবল ময়দানে ‘পরিবর্তন সংকল্প সভা’ শেষ করে তিনি যখন কনভয় নিয়ে ফিরছিলেন সেই সময় তৃণমূলের পতাকা হাতে একদল লোক লাঠি, বাঁশ ও কাঠের বাটাম নিয়ে কনভয়ে হামলা চালায় বলে অভিযোগ । শুধু তাইই নয়, তাকে পুড়িয়ে মেরে ফেলার জন্য কেরোসিন পর্যন্ত আনা হয়েছিল বলে অভিযোগ বিরোধী দলনেতার ।
তার অভিযোগ, ‘পুরুলিয়ার পাড়ায় জনসভার পর আমি যখন চন্দ্রকোনা রোড দিয়ে কোলাঘাট যাচ্ছিলাম তখন আমার কনভয়ে হামলা হয় । আমি বুলেটপ্রুফ গাড়িতে ছিলাম । সামনে ও পিছনে সি আর পি এফ-এর গাড়ি ছিল । কিন্তু ভাবতেই পারিনি যে রাত্রি বেলায় তৃণমূলের ১০ টা চ্যাঙড়া সঙ্গে ১০ টা পুলিশ নিয়ে এসে এভাবে হামলা করবে । আমাকে বাঁচাতে এসে গৌতম নামে আমাদের এক কার্যকর্তা আহত হয়েছেন ৷’ তার অভিযোগ, তৃণমূলের যুবমোর্চার সভাপতি দেবাঞ্জন মন্ডল,তৃণমূলের শ্রমিক শাখার সভাপতি দেব কুমার দে,তৃণমূলের মাফিয়া গুন্ডা জঙ্গি শাহরুখ খান, পঞ্চায়েত সমিতির সেক্রেটারি মানিকব্রত চৌধুরী ওরফে মনিকাঞ্চনের নেতৃত্বে এই হামলা হয় ।
এরপর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে টানা ৫ ঘণ্টা চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে অবস্থান বিক্ষোভ করেন শুভেন্দু । পরে গভীর রাতে সেখান থেকে বেরিয়ে মশাল মিছিল করেন । শনিবার রাত ১টা ৪০ মিনিটে মশাল মিছিল শেষে রওনা দেওয়ার আগে শুভেন্দু জানান, তাঁর কনভয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। তাই এই ঘটনার প্রতিবাদে আগামী ১৩ জানুয়ারি চন্দ্রকোনা রোডে মহামিছিল করা হবে। শুভেন্দু বলেছেন, ‘আমার বিরুদ্ধে প্রাণঘাতী হামলা হয়েছিল। লাঠি, বাঁশ ছাঁড়াও কেরোসিন আনা হয়েছিল। তাই জামিন অযোগ্য ধারা দিতেই হবে। নাহলে আমি কোর্টের দ্বারস্থ হব।’।

