এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৮ সেপ্টেম্বর : মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ফি কমানোর দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের উপর হামলার অভিযোগ শাসকদল তৃণমূলের ছাত্র সংগঠনের বহিরাগতদের বিরুদ্ধে । আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ধাক্কাধাক্কি ও মারধর করে জোরপূর্বক আন্দোলন ভেস্তে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বাধীন একদল বহিরাগত মহিলা ও পুরুষদের বিরুদ্ধে। আজ সোমবার এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । অনেক ছাত্রীকে আতঙ্কে কাঁদতে পর্যন্ত দেখা যায় । এরপর ক্ষিপ্ত পড়ুয়ারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
জানা গেছে,সম্প্রতি মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার একটা নির্দিষ্ট ফি ধার্য করে দেয় । যেটা দিতে অস্বীকার করে পড়ুয়ারা । কারন পূর্বের ফি থেকে সেটা ১০ গুণ বেশি বলে দাবি তৃপ্তি পাল নামে এক পড়ুয়ার । ফলে তারা ওই বিপুল ফি দিতে দিতে অস্বীকার করেন । এদিকে কলেজ কর্তৃপক্ষ ফি না কমানোর বিষয়ে অনড় থাকায় আজ পড়ুয়ারা আন্দোলনের নামেন এবং রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে কলেজের গেট আটকে প্লাকার্ড হাতে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগতরা এসে হামলা চালিয়ে যায় বলে অভিযোগ ।
আন্দোলনকারী পড়ুয়া রিপন হাসানের কথায়, বহিরাগতদের মধ্যে মহিলাও ছিল । প্রথমে মহিলাদের এগিয়ে দেওয়া হয় । তারা আমাদের জামার কলার ধরে টানাটানি করতে শুরু করে । আমরা ছাড়ানোর চেষ্টা করলে বহিরাগত পুরুষরা এসে আমাদের ওপর হামলা চালিয়ে দেয় । ব্যাপক শুরু মারধর করে ।’ মারধরের কারণে অন্তত ১০ থেকে ১৫ জন ছাত্র-ছাত্রী আহত হয়েছে বলে তিনি দাবি করেন ।
যদিও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন । তার দাবি, ‘গুটি কয়েক ছাত্রছাত্রী আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের গেট আটকে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছিল। এর ফলে সাধারণ ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধাপ্রাপ্ত হচ্ছিল। তাই বৃহৎ অংশের ছাত্রছাত্রীদের কথা ভেবে তৃণমূল ছাত্র পরিষদ গেট খুলে সাধারণ ছাত্রছাত্রীদের ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিয়েছে । কাউকে ধাক্কাধাক্কি বা মারধর করা হয়নি।’।