এইদিন ওয়েবডেস্ক,দিনহাটা,২৯ মে : আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যাওয়ার পথে কোচবিহারের দিনহাটা শিমূলতলা পেট্রোল পাম্পের সামনে বিজেপি কর্মীদের একটি ট্যুরিস্ট বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলার ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ নাগাদ দিনহাটার শিমূলতলা এলাকায় । ভেঙে দেওয়া হয় বাসের সামনের কাচ । তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর হামলা থেকে বাঁচতে বিজেপি কর্মীরা কোনো রকমে বাস থেকে নেমে ছুটে নিরাপদ জায়গায় পালিয়ে যায় ।
এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে বিজেপি । সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপির কো-কনভেনার দিবাকর রায় বলেন,এরাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দুর্বৃত্তরা পুলিশের সামনেই হামলা চালিয়েছে । পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে ।’ তিনি আরও বলেন,’সকলের আত্মরক্ষার অধিকার আছে । এবার থেকে আমাদের কোনো দলীয় সভাতে লাঠিসোঁটা নিয়ে যেতে হবে মনে হচ্ছে ৷’ যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।।

